অজস্র পদে নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার! কারা পাবেন?

Published on:

mamata-banerjee

ঋত্বিক পাত্রঃ লোকসভা ভোট শেষ হয়েছে। তারপর কিছুটা বিরতি নিয়ে আবারও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার বিপুল নিয়োগ হতে চলেছে রাজ্যে। এতদিন নিয়োগ বন্ধ থাকার পর পুনরায় তা বড় আকারে শুরু হতে চলেছে। রাজ্য সরকার নিয়োগের জন্য তৈরি করেছে নতুন করে ৫১৭ টি পদ।

বুধবার দিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়োগের বিষয়ে। শীঘ্রই এই নিয়ে জানানো হবে। নোটিফিকেশন বেরোবে খুবই জলদি। জানা যাচ্ছে প্রাণিসম্পদ দপ্তরের জন্য ২৭০টি পদ, স্বরাষ্ট্রদপ্তরে ১০০ টি এবং বিদ্যালয় শিক্ষাদপ্তর ৩৫টি পদ তৈরি করা হবে। এরসাথে আরো বেশ কিছু দপ্তরে নিয়োগের জন্য শূন্যপদ তৈরি করা হবে।

WhatsApp Community Join Now

শিল্প আর কর্মসংস্থানই আমার লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

শীঘ্রই সমস্ত পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ‘শিল্প আর কর্মসংস্থানই আমার লক্ষ্য’। যদিও এরাজ্যে শিল্পের দেখা মেলা ভার। পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে বাংলার স্থান বেশ ওপরের দিকে। সদ্যই আবার বন্ধ হয়ে গিয়েছে ব্রিটানিয়ার তারাতলার কারখানা। তাই বাংলাতে শিল্প কতটা বেঁচে রয়েছে তা বেশ প্রশ্নযোগ্য।

আরও পড়ুনঃ DA নয়! ডেডলাইন দেওয়ার পর এবার এই কাজ নিয়ে সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি

এদিকে প্রতিবছর কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন চলতে থাকে। সেখান থেকে বাংলার বুকে কতখানি বাণিজ্য এসেছে তা নিয়েও অবশ্য নতুন করে বলার কিছু নেই। তবে সরকারি বেশ কিছু পদে নিয়োগ হবে শীঘ্রই। দমকল ও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে প্রায় দু হাজারটি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে দমকল বিভাগে ৬০০টি পদ, রাজ্য পুলিশে ১৩০০ এবং কলকাতা পুলিশে ৩৫০টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরো ৫৭১টি পদে নিয়োগ হতে চলেছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন