ইন্ডিয়া হুড ডেস্ক: লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই হাজারও মামলা চেপে বসেছে রাজ্য সরকারের ঘাড়ে। যার মধ্যে অন্যতম হল রেশন দুর্নীতি মামলা। গত মাসে এই মামলায় জবাবদিহি করতে CGO কমপ্লেক্সে ডাকা হয়েছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। হাজিরও হয়েছিলেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। এবারে ED সূত্রে খবর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
দুর্নীতির টাকা ফেরানোর ইচ্ছা ঋতুপর্ণার
সূত্রের খবর, ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর নির্ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা বা ED আধিকারিকরা। আর তার জেরেই ঋতুপর্ণা জানতে পারেন সেই ৭০ লক্ষ টাকা দুর্নীতির টাকা, তাই সে সেই টাকা ফেরত দিতে চান। আর এই খবর প্রকাশ্যে আসতেই নানা মন্তব্য উঠে আসে। এমনকি বিনোদন জগতের অন্যতম টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রও অভিনেত্রীর টাকা ফেরতের প্রসঙ্গে রীতিমত চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন।
ঋতুপর্ণাকে কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখার!
গত মঙ্গলবার অভিনেত্রী শ্রীলেখা তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে রেশন দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্টকে শেয়ার করে লেখেন, ‘চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন? ৭০ লাখ টাকা তো আর মুখের কথা নয়। সাধারণ মানুষের চুরি করা টাকা। কেউ নিজের গ্যাঁট থেকে এমনই এমনই এতগুলো টাকা দেয় না। ক্যামেরার সামনে হাত নেড়ে কী প্রমাণ করতে চাইছেন? আপনি অস্কার পাচ্ছেন না আপনাকে চোর বলা হচ্ছে। লজ্জাও করে না?’
আরও পড়ুনঃ অফুরন্ত ডেটা, মন ভরে কলিং! BSNL-র ৩৬৫ দিনের সস্তার প্ল্যানের কাছে ফেল Jio, Airtel
এছাড়াও তিনি আরও বলেন, ‘তারপরও মিডিয়া এঁদের নম্বর ওয়ান শিরোপা দেবে। আমার ভিডিয়োর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ এঁদের হয়েই কথা বলবে। দুর্নীতির আর সীমা পরিসীমা নেই। ধিক্কার জানাই।’