ইন্ডিয়া হুড ডেস্ক: ২১ জুলাই, এই দিনটির জন্য প্রতি বছর সকল তৃণমূল সমর্থকেরা অপেক্ষা করে থাকে। কারণ এই দিনেই তৃণমূলের শহীদ দিবস পালন করা হয়ে থাকে। ধর্মতলা চত্বরে তখন যেন ভিড় উপচে পরে শয়ে শয়ে মানুষের। এবারেও সেই একই চিত্র ভেসে উঠল সাধারণ মানুষের চোখে। গতকাল সকাল থেকেই মহানগরে চলছিল রোদ-বৃষ্টির লুকোচুরি। কিন্তু সেই সমস্ত বাঁধা উপেক্ষা করে প্রবল বৃষ্টির মধ্যেই কাকভেজা হয়ে নিজের বক্তব্য চালিয়ে গেলেন বাংলার প্রশাসনিক প্রধান।
প্রতি বছর ধর্মতলায় একুশের মঞ্চের সমস্ত দায়িত্ব দেওয়া হয়ে থাকে দলের যুব সংগঠনদের। কারণ ১৯৯৩ সালের ২১ জুলাই যখন পুলিশের গুলিতে ১৩ জন দলীয় কর্মীর মৃত্যু হয় সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তাই সেক্ষেত্রে এই ২১ এর মঞ্চে সবচেয়ে বেশি দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় দলের যুব সংগঠকদের। কিন্তু এই দায়িত্বের ভিড়ে এবারসোবর নজরে পড়ল এক অন্য চিত্র। তবে এবার একুশে জুলাইয়ের মঞ্চে দলেরই যুব সভানেত্রী সায়নী ঘোষকে বক্তৃতা দেওয়ার সুযোগই দেওয়া হল না। যা নিয়ে দলীয় অন্দরে বেশ চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
২১ এর মঞ্চে নেই সায়নীর বক্তব্য!
বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে দলের সঙ্গে সায়নী ঘোষের সম্পর্কে বেশ টানাপোড়েন দেখা যাচ্ছে। তার চিত্র এই ২১ এর মঞ্চের প্রস্তুতিতে ভালোভাবেই ফুটে উঠেছে। আসলে গত শনিবার একুশের মঞ্চের প্রস্তুতি দেখতে যখন ধর্মতলায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন যুবনেত্রী সায়নী তাঁকে কিছু বলতে গেলে মমতা বলেন, ‘তুমি নিজের কাজটা করো।’ পাশাপাশি সায়নীর সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে শহিদ সমাবেশের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব নিয়েও বেশ কথা কাটাকাটি হয়েছিল।
পদ পরিবর্তন হতে চলেছে সায়নী ঘোষের!
এমনিতে কয়েকদিন আগে যুব সংগঠনে রদবদলের ব্যাপারে সায়নীর থেকে তালিকা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকা ইতিমধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে জমা দিয়েছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকা চূড়ান্ত করবেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় পুরোপুরি স্পষ্ট যে যুব সংগঠনের সভানেত্রী পদে সায়নীর মেয়াদ এবার শেষ হয়ে আসছে। তবে এই প্রসঙ্গে সায়নী ঘোষ সংবাদমাধ্যমকে সভার শেষে তাৎপর্যপূর্ণ ভাবে জানায়, ‘চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট।’ অর্থাৎ পরিবর্তনই একমাত্র ধ্রুব। এদিকে চলতি বছর লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন সায়নী।