জারি নিষেধাজ্ঞা! জারি কড়া বিজ্ঞপ্তি, মন চাইলেই আর যেতে পারবেন সান্দাকফু

Published on:

sandakphu

ইন্ডিয়া হুড ডেস্ক: পাহাড়কে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। শুধু দার্জিলিং, কার্শিয়াং এর মধ্যেই সেই ভালবাসা সীমাবদ্ধ করে রাখতে চায় না তাঁরা। উঠতে চায় আরও উঁচুতে। তাইতো চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার ‘ঘুমন্ত বুদ্ধ’ দেখার লোভ সামলাতে না পেরে অনেকেই যায় সান্দাকফুতে ট্রেকিং করতে। কিন্তু সম্প্রতি সেখানে নানা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় পর্যটন বিভাগ অর্থাৎ GTA কিছু নির্দেশনা জারি করেছে।

ইচ্ছাপূরণের আশায় প্রাণ বিপর্যয়!

গত কয়েক বছর ধরে সান্দাকফু ভ্রমণের জন্য পর্যটকদের সংখ্যা যেন বেড়েই চলেছে। সেই পর্যটকদের মধ্যে আবার অনেকে এমনও আচ্ছেন যাঁদের সঠিক শারীরিক সক্ষমতা না থাকলেও সান্দাকফুতে ট্রেকিংয়ে যাচ্ছেন। ফলত অসুস্থ হচ্ছেন অনেকেই। এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে। আসলে পাহাড়ে বেশি উচ্চতায় উঠলে আবহাওয়ার তারতম্য ঘটে। সেক্ষেত্রে অনেকেরই, মেটাবলিজম সংক্রান্ত সমস্যা, হৃদযন্ত্রের সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকে। বিগত দিনে এরকম একাধিক উদাহরণ দেখা গিয়েছে। সেক্ষেত্রে অসুস্থ পর্যটকদের দ্রুত গাড়ি করে নিচে নামিয়ে এনে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে এবার পর্যটকদেরও সচেতন হওয়ার ব্যাপারে উপদেশ দেওয়া হল GTA এর পক্ষ থেকে।

WhatsApp Community Join Now

সান্দাকফু ট্রেকিংয়ে এবার কড়া ব্যবস্থা!

জানা যায়, সান্দাকফু প্রায় ১১ হাজার ৯৩০ ফুট (৩৬৩৬ মিটার) উঁচুতে অবস্থিত। আর রাজ্যের এই সর্বোচ্চ শৃঙ্গ দেখার লোভ যেন ইদানিং মধ্য বয়স্ক থেকে শুরু করে কম বয়স্ক পাহাড়প্রেমীদের মনে বেড়েই চলেছে। তাই GTA সকল পাহাড়প্রেমী পর্যটকদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা ভাবনা করছে যেন আগামী দিনে ভ্রমণের সময় ফিটনেস সার্টিফিকেট তাঁরা যাচাই করে নিতে পারে। GTA- র অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর সোনম ভুটিয়া আমাদের জানান , ‘পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পর্যটন দফতরের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যটন দফতরের সবুজ সংকেত মিললে তবেই স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার ব্যাপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, এখনই ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে না।’

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ হবে আরও কাছে! বাংলাদেশের অন্দরে ট্রেন চালাবে ভারতীয় রেল

এছাড়াও তিনি আরও জানান, ‘আমরা পর্যটকদের ফিটনেস করার ব্যাপারে উপদেশ দিচ্ছি। যাতে তাঁরা নিজেদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কোনও চিকিৎসকের কাছ থেকে নিজেদের ফিটনেস টেস্ট করিয়ে যেন নেয়। তাহলে প্রায় ৩৫০০ মিটার উঁচুতে উঠেও কোনও সমস্যায় পড়তে হবে না পর্যটকদের।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন