এখনই কমছে না ভোগান্তি! শিয়ালদা শাখায় ফের বাতিল বহু ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

Published on:

Sealdah-Dankuni

ইন্ডিয়া হুড ডেস্ক: গত সপ্তাহে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য তিন দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছিলেন প্রচুর নিত্যযাত্রী। এমনকি টিটাগড়ে একজন যুবকের মৃত্যুর খবরও বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। আর এবার ফের সপ্তাহান্তে শিয়ালদহ-ডানকুনি লাইনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিলের মুখে কোন কোন ট্রেন?

রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শনিবার শিয়ালদহ ডানকুনি লাইনে বাতিল থাকছে আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল। রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে বাতিল থাকছে, আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল।

WhatsApp Community Join Now

শুধু লোকাল নয়, বাতিল থাকছে বেশ কিছু মেইল এবং এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে শনিবার কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে। এছাড়া শিয়ালদহ-জয়নগর স্পেশালও ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে।

দক্ষিণের শাখায় ভোগান্তি যাত্রীদের!

অন্যদিকে শিয়ালদহের দক্ষিণের ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির কাজের জন্য আজ মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। তবে এই মেরামতির কাজের জন্য কোনও লোকাল ট্রেন বাতিল করা হয়নি। তবে শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে, পরের দিন ভোরে মগরাহাট থেকেই শিয়ালদহের উদ্দেশে ছাড়বে।

আরও পড়ুনঃ লোন নিয়ে আর চলবে না ব্যাঙ্কের দাদাগিরি! হাইকোর্টের এক রায়ে স্বস্তিতে ঋণ গ্রহীতারা

প্রসঙ্গত, ট্রেনের এইরূপ ভোগান্তির কারণ হিসেবে রেল সূত্রে জানা গিয়েছে, আজ রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত দমদম ও বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। পাশাপাশি শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝেও আপ ও ডাউন উভয় লাইনে কাজ চলবে। এই রেল ভোগান্তি আগামী ২১ জুলাই পর্যন্ত প্রতি শনি এবং রবিতে পোহাতে হবে যাত্রীদের।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন