নবান্ন অভিযানে স্তব্ধ হবে মহানগর! বন্ধ কলকাতার প্রায় অর্ধেক রাস্তা, তালিকা দিল পুলিশ

Published on:

nabanna abhijan

ইন্ডিয়া হুড ডেস্ক: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মমভাবে অত্যাচার এবং ধর্ষণ করে খুনের ঘটনার পর জনতার রোষে পড়েছে রাজ্য সরকার। গোটা রাজ্য জুড়ে চলছে বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি। দফায় দফায় সেই প্রতিবাদ কর্মসূচি যেন ভয়ংকর আকার নিচ্ছে। কোথাও কোথাও রাত দখলের লড়াইয়ে গর্জে উঠছে মহিলারা, তো কোথাও আবার দেখা যাচ্ছে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়ে প্রতিবাদে নেমেছে।

কর্মসূচি বাতিলের আর্জি রাজ্য সরকারের

প্রয়াত মহিলা চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের রাজনীতি এখন উত্তাল। আর সেই আবহে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ‘ছাত্র সমাজ’ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। যদিও সেই কর্মসূচি বাতিলে আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে বরফ গলেনি। বিচারপতি বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পাল্টা রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল। শুধু তাই নয় রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে এক বড় প্রশ্নের আভাস দেখা গিয়েছে জনমানসের মধ্যে। আর সেটি হল ওইদিন কি আদৌ শহর কলকাতায় গণপরিবহণ ব্যবস্থা সচল থাকবে?

WhatsApp Community Join Now

সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার, কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল নিয়ে কয়েকটি বিধিনিষেধ জারি করা হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ ২৭ আগস্ট কলকাতার একাধিক রাস্তায় ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, দুধ, ওষুধ, আনাজপাতি, ফলের মতো বিভিন্ন জরুরি এবং পচনশীল জিনিসপত্র বহনকারী গাড়িগুলি চলবে।

কোন কোন রাস্তায় চলবে না পণ্যবাহী গাড়ি?

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি অর্থাৎ যেগুলিকে ছাড় দেওয়া হয়নি সেগুলো হল বিদ্যাসাগর সেতু এবং র‍্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, রিমাউন্ট রোড এবং ফিডার রোডেও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।

অন্যদিকে মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, এজেসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, কিংসওয়ে, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, কালাকার স্ট্রিট, ব্রেবোর্ন রোড, হাওড়া ব্রিজ।

তবে ছাত্র সমাজ এর নবান্ন অভিযানের দিনে যাতে নিত্যযাত্রীদের কোনওরকম অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত শিফটে সরকারি বাস, ফেরি সার্ভিস, ট্রাম পরিষেবা প্রদান করা হবে। এদিন রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবও প্রচুর পরিমাণে রাস্তায় দেখা যাবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন