মাধ্যমিক পাশেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ! মহিলাদের জন্য চাকরির ঝাঁপি খুলল পশ্চিমবঙ্গ সরকার

Published on:

mamata banerjee women

ইন্ডিয়া হুড ডেস্ক: ভালো মাইনের সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক যুবক যুবতী দিন রাত পড়াশোনা করে চলেছে। এবং আশায় রয়েছে কবে সরকারী চাকরী পাব। এবার সেই সুযোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের এর তরফ থেকে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। হাতে সময় খুব কম। তাই বেশি দেরি না করে চটপট সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে এখনই আবেদন করুন।

পদের নাম

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী

WhatsApp Community Join Now

শিক্ষাগত যোগ্যতা

সরকারি চাকরির এই পদে চাকরি প্রার্থীদের যোগদান করার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। সেক্ষেত্রে যে সকল আবেদনকারী প্রার্থী ২০২২ এর ১ আগষ্ট এর আগে মাধ্যমিক পাস করেছিলেন তাঁরা এই পদে যোগদান করতে পারবেন। অন্যদিকে যে সকল চাকরিপ্রার্থী ২০২২ সালের ১ আগষ্টের পরে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাঁরা এই পদে আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় নথিপত্র

উল্লেখিত পদে আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় নথি বা তথ্য লাগবে তা হল জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ৫ টাকা মূল্যের ডাক টিকিট এবং তিন কপি পাসপোর্ট ফটো।

মাসিক বেতন

এইমুহুর্তে অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমানে ভাতার পরিমাণ ৪,৫০০ টাকা। প্রতি মাসেই এই পরিমাণ অর্থ পেয়ে থাকেন এই পদের কর্মীরা। এছাড়া সরকার অনুমোদিত হারে প্রতিমাসে সাম্মানিক ভাতাও প্রদান করা হবে প্রার্থীদের। এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন, তাদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এই পদে চাকরী প্রার্থীরা আবেদন করতে চাইলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে আবেদন পত্রটি সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করতে হবে। এবং তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের আগে সরাসরি জমা করতে হবে।

আবেদন শুরুর তারিখ

গতকাল অর্থাৎ ৯ জুলাই থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করা শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ

২রা আগষ্ট, ২০২৪

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন