২ মে সকাল সকাল রেজাল্ট! ঠিক কখন দেখা যাবে ওয়েবসাইটে, কখন মিলবে মার্কশিট? 

Published on:

Madhyamik Examination

হাতে মাত্র আর কয়েকটা দিন। অবশেষে সামনে এল মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ৷ 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে। চলেছিল 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 2024-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখের সামান্য বেশি। গত সোমবারই অবশ্য ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী 2 মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট৷ জানা গিয়েছে, ওইদিন সকাল 9 টায় প্রকাশিত হবে ফল৷ সকাল 9:45 থেকে ফল জানা যাবে নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে ৷ প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মাথায় বেরোয় ফলাফল। এবারেও তাই হতে চলেছে। 2023 সালে 76 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর 2019 সালের লোকসভা নির্বাচনের সময় 88 দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ। এক নজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক ফল প্রকাশের কিছু বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ তথ্য।

WhatsApp Community Join Now

কোন কোন সাইট থেকে ফলাফল জানা যাবে?

কীভাবে SMS এর মাধ্যমে জানা যাবে ফলাফল?

  • চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পর্ষদ থেকে একটি নম্বর চালু করেছে। যা হল 5676570। এক্ষেত্রে পড়ুয়াকে রোল নম্বর লিখে এই নম্বরে পাঠাতে হবে SMS। তা হলেই মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট।
  • এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে পড়ুয়াদের রেজাল্ট দেখার সুযোগ দিচ্ছে পর্ষদ। এর জন্য Google প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে Exametc.com, Madhyamik Results ও Fast Result অ্যাপ। ফ্রীতে ডাউনলোড করে নিতে পারবে পড়ুয়ারা। এরপর সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে।

কোন মহকুমায় কোন ক্যাম্প অফিস থেকে মার্কশিট মিলবে?

2 মে সকাল 10 টা থেকে পর্ষদের নির্ধারিত ক্যাম্প শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। চলতি বছর যে সকল মহুকুমা থেকে মার্কশিট দেওয়া হবে এক নজরে দেখে নেওয়া যাক

  • কালিম্পং মহকুমা: কালিম্পং কুমুদিনি হোমস।
  • মালদা মহকুমা: মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়।
  • মুর্শিদাবাদ মহকুমা: বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল।
  • রামপুরহাট মহকুমা: রামপুরহাট ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যানিকেতন।
  • বোলপুর মহকুমা: বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ।
  • কাকদ্বীপ মহকুমা: কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ (হাইস্কুল)।
  • চন্দননগর মহকুমা: চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির।
  • হাওড়া (সদর) মহকুমা: জগাছা হাইস্কুল।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন