ইন্ডিয়া হুড ডেস্ক: পরের বছর থেকেই উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস পালটে যাচ্ছে। নয়া শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাস মেনেই চালু হতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পঠনপাঠন। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠল, তারাই প্রথম ব্যাচ হবে, যারা নয়া সিলেবাসে পড়াশোনা করবে। আর ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে সেমেস্টার পদ্ধতিতে। সম্প্রতি একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদের নয়া বিজ্ঞপ্তি
গতকাল অর্থাৎ বুধবার, শিক্ষা সংসদের তরফে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার নির্ঘন্ট-সহ অন্যান্য তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে বিশদ জানানো হল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমে স্টারের পরীক্ষা নেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে। অর্থাৎ দুর্গাপুজোর আগে স্কুলগুলিতে পরীক্ষা শুরু হবে। জানা গিয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হবে পরীক্ষা। এবং আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেই পরীক্ষা। পরীক্ষা চলবে ৭৫ মিনিট। একনজরে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের পরীক্ষার রুটিন।
একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের পরীক্ষার রুটিন
- ১৩ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থাকছে বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি।
- ১৮ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থাকছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম প্রভৃতি ভোকেশনাল বিষয়
- ১৯ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থাকছে ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।
- ২০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থাকছে ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- ২১ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থাকছে পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি
- ২৩ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থাকছে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
- ২৪ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থাকছে স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ইতিহাস।
- ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থাকছে কেমিস্ট্রি, ভূগোল, হোম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডি।
- ২৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থাকছে ফিলোজফি।
- ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থাকছে অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।
- ২৮ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
- ৩০ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সোশিয়োলজি।
এছাড়াও সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরের বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। তবে নির্দিষ্ট তারিখ কোন সময় পরীক্ষা হবে, সবটাই স্কুল নির্ধারণ করবে। শুধুমাত্র ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা ৪৫ মিনিটের হবে। বাকি বিষয়ের পরীক্ষাগুলি চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট।
অন্যদিকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে পরের বছর ৩ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ, পরীক্ষার জন্য দু’ঘন্টা সময় বরাদ্দ করা হবে। তবে ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। একনজরে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিন।
একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিন
- ৩ মার্চ অর্থাৎ সোমবার থাকছে বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি।
- ৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থাকছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম ইত্যাদি ভোকেশনাল বিষয়
- ৫ মার্চ অর্থাৎ বুধবার থাকছে ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।
- ৬ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থাকছে ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- ৭ মার্চ অর্থাৎ শুক্রবার থাকছে পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি
- ৮ মার্চ অর্থাৎ শনিবার থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস
- ১০ মার্চ অর্থাৎ সোমবার থাকছে স্ট্যাটিস্টিক্স (রাশিবিজ্ঞান), সাইকোলজি (মনোবিদ্যা), কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ইতিহাস
- ১১ মার্চ অর্থাৎ মঙ্গলবার থাকছে রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়।
- ১২ মার্চ অর্থাৎ বুধবার থাকছে দর্শন।
- ১৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থাকছে গণিত, এগ্রিকালচার, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি এবং আরবি
- ১৭ মার্চ অর্থাৎ সোমবার থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন
- ১৮ মার্চ- অর্থাৎ মঙ্গলবার থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সমাজবিদ্যা।
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, আর কিছুদিনেই হাওড়া থেকে সল্টলেকে ছুটবে মেট্রো! প্রকাশ্যে এল দিনক্ষণ
এক্ষেত্রে সংসদ পরীক্ষার রুটিন জানিয়ে দিলেও পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে মূল্যায়ন— সমস্ত কিছুর দায়ভার থাকবে প্রত্যেকটি স্কুলগুলির উপরেই। সংসদ এ ক্ষেত্রে কোনও রকম হস্তক্ষেপ করবে না।