ইন্ডিয়া হুড ডেস্ক: রাজ্যের বাসিন্দাদের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে সরকার একের পর এক প্রকল্প চালু করে চলেছে। কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, রুপশ্রী ইত্যাদি নানা প্রকল্প। এমনকি সামাজিক সুরক্ষা থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পে বরাদ্দও বাড়িয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের পড়ুয়াদের জন্যেও নানাবিধ সুবিধার কথা বাজেটে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এবার বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে আসা হয়েছে এক প্রকল্প। যেখানে যুবক-যুবতীরা নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে পারে বিনা বাঁধায়।
রাজ্য সরকারের প্রকল্প
২০১৩ সাল থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল যুবশ্রী প্রকল্প। তখন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল যুব উৎসাহ প্রকল্প। কর্মহীন যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই রাজ্য সরকার নতুন এই প্রকল্প চালু করে। প্রতি বছর এক লাখেরও বেশি যুবক যুবতী উপকৃত হয় থাকে। নতুন এই বরাদ্দ বৃদ্ধির জন্য রাজ্য সরকার খরচ করছে ২০০ কোটি টাকা। এতদিন ধরে এই প্রকল্পে ১৫০০ টাকা করে দেওয়া হত। তবে সেই অর্থমূল্য এবার বাড়িয়ে করা হল ২০০০ টাকা। যার মাধ্যমে প্রার্থীরা যে কোনও প্রশিক্ষণ মূলক কাজের জন্য ট্রেনিং নিতে পারবেন।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
- শিক্ষাক্ষেত্রে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
- এই প্রকল্পে আবেদন করার আগে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রাখতে হবে।
- পরিবারের বার্ষিক ইনকাম ২ লক্ষ টাকার কম হতে হবে।
প্রয়োজনীয় তথ্য
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন পড়বে। সেগুলি হল জন্ম প্রমানপত্র, বাসস্থানের প্রমানপত্র, কাস্ট সার্ফিফিকেট এবং শিক্ষার প্রমানপত্র।
আবেদন পদ্ধতি
- যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমেএই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট employmentbankwb.gov.in এ যেতে হবে।
- এরপর সেখানে ‘Job Seeker’ অপশনে ক্লিক করে নতুন এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশনে করতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় সমস্ত সঠিক তথ্য দিয়ে ও দরকারি নথি আপলোড করে ফর্ম ফিলাপ করে নিতে হবে।
- ফর্ম ফিলাপ হয়ে যাওয়ার পর সব তথ্য ভালো করে একবার চোখ বুলিয়ে সাবমিট করে নিতে হবে।
- এরপর ফর্ম ফিলাপ হয়ে গেলে সেটার প্রিন্ট আউট বার করে নিতে হবে। এরপর সেই প্রিন্ট আউট আবেদনের ৯০ দিনের মধ্যে নিকটবর্তী SDO অফিসে গিয়ে জমা করতে হবে।