সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের দমকল বিভাগ (Fire Department) দীর্ঘদিন ধরেই কর্মী সংকটে ভুগছে। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য এল বিরাট সুখবর। কারণ দমকল মন্ত্রী সুজিত বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতে চলা ওবিসি সংরক্ষণ মামলা নিষ্পত্তি হলেই বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
1300 জনের নিয়োগ পরিকল্পনা
রামপুরহাটের এক অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেছেন, প্রায় 1300 শূন্যপদে এবার নিয়োগ করা জানা গিয়েছে, এর মধ্যে 1000 জন ফায়ার অপারেটর এবং 300 জন চালক থাকবে। মন্ত্রী জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে। তবে মামলা নিষ্পত্তি হওয়ার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। গত জানুয়ারি মাসে পিএসসির মাধ্যমে নিয়োগের আশ্বাস দেওয়া হলেও ওবিসি মামলার জটিলতার কারণে সেই প্রক্রিয়া আটকে ছিল। আর এবার ফের তিনি জানিয়ে দিলেন যে, আদালতের নির্দেশ আসলেই নিয়োগ করা হবে।
গড়ে উঠছে নতুন দমকল কেন্দ্র
এদিকে শুধু কর্মী সংকট মেটানো নয়, বরং দমকলের পরিকাঠামোগত উন্নয়নেও জোর দিচ্ছে রাজ্য। বর্তমানে বীরভূম জেলায় পাঁচটি দমকল কেন্দ্র চালু রয়েছে। আর খুব শীঘ্রই তারাপীঠ, নলহাটি, লাভপুরে আরও চারটি নতুন কেন্দ্র গড়ে উঠবে বলে খবর। এর মধ্যে কয়েকটির জন্য ইতিমধ্যেই পরিকল্পনা ও বাজেট সারা হয়েছে। মুরারইয়ের জমির ছাড়পত্র মিললেই কাজ শুরু হবে বলে খবর।
অগ্নিকাণ্ডে বাড়ছে উদ্বেগ
উল্লেখ্য, সম্প্রতি একাধিক বহুতলে অগ্নিকাণ্ড ঘটে বহু প্রাণহানি ঘটেছে। সে কারণেই প্রশাসনের উদ্বেগ আরো বাড়ছে। অভিযোগ উঠছে যে, রামপুরহাটে অনুমোদন ছাড়াই একের পরে বহুতল তৈরি করা হচ্ছে। অথচ প্রশাসন কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, বহুতল ভবনের অনুমোদনের দায়িত্ব মূলত পুরসভা এবং পঞ্চায়েতের। নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত দমকলের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর কাজ চলছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ পুজোর আগে লাগামছাড়া বাড়ছে সোনার দাম! রুপো নিয়েও খারাপ খবর
এদিকে রামপুরহাট ও তারাপীঠে দ্রুত হোটেল ও বহুতল আবাসন বাড়ছে। সে কারণে স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বড় শহরের মতো ফায়ার ল্যাডার পরিষেবার দাবিও তুলেছেন। তিনি ইতিমধ্যেই মন্ত্রীর কাছে লিখি আবেদন জানিয়েছেন। আর মন্ত্রী প্রতিশ্রুতিও দিয়েছেন যে বিষয়টিকে গুরুত্ব সঙ্গে দেখা হবে।