প্রীতি পোদ্দার, কলকাতা: উচ্চ শিক্ষায় ভর্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির আবেদন করা যাচ্ছে। চলতি বছর গত ১৭ জুন থেকে চালু হয়েছে ভর্তি প্রক্রিয়া। আর এই আবহে ফের উচ্চশিক্ষা দফতর স্নাতকে অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদনের সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল।
ফের সময়সীমা বৃদ্ধি করল উচ্চশিক্ষা দফতর
‘আনন্দবাজার’ এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী পাশ করেছে ৪ লাখ ৩০ হাজার ২৮৬ জন। যেখানে গত বছর সেই সংখ্যাটি ছিল ৬ লাখ ৭৯ হাজার ৭৮৪ জন। এদিকে রাজ্যে এই মুহূর্তে ৪৭৭ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ আসন রয়েছে। ফলে এখনও বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। তার উপর রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির OBC সংরক্ষণ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সময়সীমা বৃদ্ধি করে চলেছে উচ্চশিক্ষা দফতর।
কতদিন পর্যন্ত বাড়ানো হল সময়সীমা?
উচ্চ শিক্ষায় ভর্তির জন্য সময়সীমা প্রথমে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরে আবার সেই সময়সীমা ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর এই আবহে রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগের সময়সীমা আরও ৫ দিন বাড়াতে চলেছে। জানা গিয়েছে আগামী সোমবার, ২৮ জুলাই সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ OBC সংরক্ষণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তাই এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দফতর স্নাতকে অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদনের দিনক্ষণ ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
ক্লাস শুরুর ক্ষেত্রে তৈরি হচ্ছে অনিশ্চয়তা
শেষবার উচ্চ শিক্ষায় ভর্তির জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধির ১০ দিন পর দেখা গিয়েছিল মাত্র ৮০০০ মতো নাম নথিভুক্ত হয়েছে রাজ্যের কলেজগুলিতে। এরপর ১৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার ২৯৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। উচ্চশিক্ষা দপ্তরের শেষ আপডেট অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার, ২৫ জুলাই সন্ধ্যা পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ২০২ জন। তবে এই ভাবে সময়সীমা বৃদ্ধির ফলে স্নাতকে চলতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর ক্ষেত্রে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন: পরপর দু’দিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে! বিজ্ঞপ্তি পূর্ব রেলের
উচ্চশিক্ষা আধিকারিকদের একাংশ দাবি করছেন যে, সুপ্রিম কোর্টে OBC মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার কারণেই রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়ার দিন বাড়াতে বাধ্য হয়েছে। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের OBC তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন।