OpenAI-র ২৫,৭৯৪ কোটির প্রস্তাব ফিরিয়ে গুগলের সঙ্গে ২.৪ বিলিয়ন ডলারের চুক্তি! কে এই বরুণ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খেল দেখালো Google! সম্প্রতি AI কোডিং স্টার্টআপ সংস্থা উইন্ডসার্ফ-কে কেনা নিয়ে OpenAI ও মাইক্রোসফটের মধ্যে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত শুক্রবার সকালে চুক্তির এক্সক্লুসিভিটি পিরিয়ড শেষ হওয়ার পরই বদলে গেল গোটা চিত্র।

OpenAI-এর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি ভেস্তে যাওয়ার খবর পেতেই ঝাঁপিয়ে পড়ে টেক জায়ান্ট Google। শেষ পর্যন্ত OpenAI কোম্পানির 25 হাজার কোটিরও বেশি মূল্যের চুক্তি ভুলে 2.4 বিলিয়ন ডলারের বিনিময়ে Google-র সাথে হাত মেলালেন উইন্ডসার্ফ সংস্থার সহ প্রতিষ্ঠাতা বরুণ মোহন।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, 2.4 বিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে এবার AI স্টার্টআপ সংস্থা উইন্ডসার্ফ-এর প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স পেয়েছে Google। তবে এখানেই শেষ নয়, এই চুক্তির মাধ্যমে OpenAI-কে ধাক্কা দেওয়ার পাশাপাশি Google-র শক্তি কয়েকগুণ বৃদ্ধি করল উইন্ডসার্ফ। তবে সবচেয়ে বড় কথা, প্রধান প্রতিযোগী Google-এর সাথে কোম্পানির CEO এবং সহ প্রতিষ্ঠাতা বড় চুক্তি করায়, উইন্ডসার্ফ-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।

উইন্ডসার্ফ-এর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে!

প্রথমেই বলে রাখি, টেক জায়ান্ট Google উইন্ডসার্ফ CEO ও সহ প্রতিষ্ঠাতা বরুণ মোহনের সাথে চুক্তির মাধ্যমে যে বড় পদক্ষেপ নিয়েছে তা আসলে রিভার্স অ্যাকুইহায়ারের উজ্জ্বল উদাহরণ। আসলে এটি একটি প্রক্রিয়া যেখানে, একটি বৃহৎ কোম্পানি ছোট বা মাঝারি স্টার্টআপগুলিকে সরাসরি না কিনে, বিপুল অর্থের চুক্তির বিনিময়ে তার কর্মী এবং প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স পেয়ে যায়।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, Google এর সাথে বরুণ মোহনদের হাজার হাজার কোটির চুক্তি হওয়ায়, আপাতত AI কোডিং স্টার্টআপ সংস্থাটির সিস্টেম অর্থাৎ প্রযুক্তি এবং কর্মীদের ব্যবহার করবে Google। আর সেই সূত্র ধরেই, উইন্ডসার্ফ-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। আসলে কোম্পানির CEO এবং সহ প্রতিষ্ঠাতা Google- এ যোগ দেওয়ায় একপ্রকার বাধ্য হয়েই ব্যবসায়িক প্রধান জেফ ওয়াংকে CEO-র দায়িত্ব দেওয়া হয়েছে।

 

অবশ্যই পড়ুন: ঢাকায় ভয়াবহ দুর্ঘটনা! কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার F-7 বিমান

বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানির 250 জন কর্মীর বেশিরভাগই একই সংস্থায় থেকে গেলেও সংস্থার মূল মাথাদের অনুপস্থিতে আগামী দিনে এই উঠতি কোম্পানিটি বড়সড় ধাক্কা খেতে পারে। বলা বাহুল্য, AI কোডিংয়ের দুনিয়ায় কার্যত বিপ্লব ঘটিয়েছিল উইন্ডসার্ফ। সম্প্রতি এই সংস্থাটির বার্ষিক আয় 40 মিলিয়ন ডলার থেকে 100 মিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়েছিল।

কে এই বরুণ মোহন?

বরুণ মোহন আসলে একজন ভারতীয় বংশোদ্ভুত। তাঁর বেড়ে ওঠা আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ছেলেবেলায় আমেরিকার সান জোসের হার্কার স্কুলে লেখাপড়া চলাকালীন গণিত এবং কম্পিউটিং অলিম্পিয়াডে প্রাথমিকভাবে প্রতিভা দেখিয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ। পরবর্তীতে 2014 সালে ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স এবং 2017-তে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ইইসিএস ডিগ্রি অর্জন করেন তিনি। তবে তাঁর জনপ্রিয়তা বেড়েছে উইন্ডসার্ফের সহ প্রতিষ্ঠাতা হিসেবে। নিজের কর্মগুণে বহুবার নানামহলে প্রশংসিত হয়েছেন বরুণ। এবার নিজের দক্ষতাকে সামনে রেখেই 2.4 বিলিয়ন ডলারের বিনিময়ে Google-এ যোগ দিলেন এই তরুণ।

Leave a Comment