বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ডের নিয়মে আসছে বড় বদল (New Aadhaar Rules)। আমজনতার ব্যক্তিগত তথ্য যাতে ঝুঁকির মুখে না পড়ে সেজন্যই এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংবাদসংস্থা পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই এমন নিয়ম আসছে যার দৌলতে OYO রুম বা হোটেল, বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে জাতীয় ক্ষেত্রগুলিতে আর আধার কার্ডের ফটোকপি জমা দেওয়া বা রাখা যাবে না। এক কথায়, হোটেল বুকিং থেকে শুরু করে কোনও ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য আর জমা দিতে হবে না, আধার কার্ডের জেরক্স বা ফটোকপি।
আর লাগবে না আধার কার্ডের জেরক্স বা ফটোকপি!
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, আধার কার্ডের ফটোকপি বা জেরক্স রাখার ক্ষেত্রে সাধারণ মানুষের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু তাই নয়, এটি আধার আইনের পরিপন্থী। মূলত সেই কারণে, নতুন নিয়ম অনুমোদন করেছে UIDAI। এই নিয়ম অনুযায়ী, কোনও সংস্থা অনলাইনে আঁধার যাচাই করতে গেলে তাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় রেজিস্টার করতে হবে। পরবর্তীতে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আধার যাচাই করা যাবে। নেওয়া যাবে না আধারের কোনও জেরক্স।
এ প্রসঙ্গে UIDAI এর প্রধান ভুবনেশ কুমার একেবারে সাফ জানিয়েছেন, এবার থেকে হোটেল হোক কিংবা যেকোনও প্রতিষ্ঠান সকলকেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এর মাধ্যমে কিউআর কোড এবং অ্যাপভিত্তিক যাচাইকরন প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত হোটেল রুম বা অন্যান্য প্রতিষ্ঠানে আধারের জেরক্স বা প্রতিলিপি জমা দেওয়ার পর তা থেকে ব্যক্তির আধারের তথ্যের অপব্যবহার হতে পারে। মূলত সেই ঝুঁকি এড়াতেই বিভিন্ন হোটেল থেকে শুরু করে ইভেন্ট এর ক্ষেত্রে আধার কার্ডের জেরক্স বা প্রতিলিপির বদলে কিউআর কোড এবং অ্যাপের মাধ্যমে যাচাই করা হবে পরিচয় পত্র।।
অবশ্যই পড়ুন: PUMA-র ৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে অভিষেকের সংস্থায় বিনিয়োগ কোহলির
উল্লেখ্য, UIDAI যে অ্যাপ ভিত্তিক ভেরিফিকেশনের কথা বলছে তার সবচেয়ে বড় সুবিধা এই অ্যাপে কোনও রকম ইন্টারনেট ছাড়াই পরিচয়পত্র যাচাইকরন সম্ভব। সেক্ষেত্রে হোটেল রুম বুকিং বা বিমানবন্দর, খুচরো দোকান থেকে শুরু করে যেকোনও জায়গায় ইন্টারনেট পরিষেবা ছাড়াই অ্যাপের মাধ্যমে আধার যাচাই করে নেওয়া যাবে। সবমিলিয়ে ডিজিটাল ভেরিফিকেশনের দৌলতে বিভিন্ন ক্ষেত্রে আধারের জেরক্স অর্থাৎ কাগজপত্র নিয়ে ছোটাছুটির দিন শেষ হতে চলেছে।