PAN কার্ডের জন্য নয়া নিয়ম, জুলাই থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে SBI সহ ৩ ব্যাঙ্ক

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ জুন মাসের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হতে চলেছে নতুন মাস। আর এই নতুন মাস শুরু হওয়া মানেই সরকারি এবং বেসরকারি একাধিক নিয়মের (New Financial Rules) পরিবর্তন। জানা গিয়েছে আয়কর রিটার্নের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। চলুন একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

প্যান কার্ডে বড় পরিবর্তন!

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) ঘোষণা করেছে যে, আগামীকাল অর্থাৎ ১ জুলাই থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে অবদ্মই আধার কার্ড যাচাই করা বাধ্যতামূলক করা হচ্ছে। আসলে আগে প্যান কার্ডের জন্য শুধুমাত্র বৈধ পরিচয়পত্র এবং বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হত। কিন্তু আগামীকাল থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে।

যার ফলে কর সিস্টেমের স্বচ্ছতা ও ডিজিটাল ইন্টিগ্রেশন আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে ভুয়ো প্যান কার্ডের ব্যবহার থেকে শুরু করে কর ফাঁকি দেওয়ার মত কাজ বন্ধ হবে।

ITR দাখিলের সময়সীমা পরিবর্তন

আয়কর রিটার্ন জমার সময়সীমা নিয়েও বড় পরিবর্তন গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। আগে ITR ফাইল জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই ২০২৫। কিন্তু পরে করদাতাদের কথা ভেবে সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। জানা গিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা করতে পারবেন করদাতারা। অর্থাৎ একজন আরও সহজে সঠিকভাবে রিটার্ন জমা দিতে পারবেন সকলে এবং জরিমানা থেকে বাঁচাও যাবে নিমেষে।

নতুন ক্রেডিট কার্ড চার্জ

জানা গিয়েছে SBI তাদের ক্রেডিট কার্ড বিলের ন্যূনতম পরিশোধযোগ্য হিসাবের পদ্ধতি পরিবর্তন করতে চলেছে। আগামী ১৫ জুলাই ২০২৫ থেকে GST, EMI, ফাইন্যান্স চার্জ, এবং ওভার-লিমিট অ্যামাউন্টের সঙ্গে যুক্ত হতে চলেছে অবশিষ্ট বকেয়ার ২%। একটি নির্দিষ্ট ক্রমে অর্থাৎ প্রথমে GST, পরে EMI, ফি, ফাইন্যান্স চার্জ, ব্যালান্স ট্রান্সফার, খুচরা লেনদেন এবং শেষে নগদ উত্তোলনের মাধ্যমে অর্থ প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: শুভাংশু শুক্লাকে মহাকাশে পাঠিয়ে কতটা লাভবান হবে ভারত!

শুধু তাই নয় SBI কার্ড এলিট, পালস এবং মাইলস এলিট কার্ডের জন্য ১ কোটি টাকার কভার এবং প্রাইম এবং মাইলস প্রাইম কার্ডের জন্য ৫০ লক্ষ টাকার কভার বাতিল করতে চলেছে। এছাড়াও HDFC ব্যাংকের ক্ষেত্রে, আগামীকাল থেকে অনলাইন স্কিল-ভিত্তিক গেমিং এবং ওয়ালেট লোডের ক্ষেত্রে ১% চার্জ ধার্য করা হবে, যা সর্বাধিক ৪,৯৯৯ টাকায় সীমাবদ্ধ।

মিলবে না কোনও রিওয়ার্ড পয়েন্টও। এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে কনজিউমার কার্ডের জন্য ৫০,০০০ টাকার বেশি এবং বিজনেস কার্ডের জন্য ৭৫,০০০ টাকার বেশি হলে ১% ফি বসবে।

ATM চার্জ বৃদ্ধি এই ব্যাঙ্কে

আগামীকাল থেকে Axis ব্যাঙ্কের চার্জ বৃদ্ধি পেতে চলেছে। জানা গিয়েছে ATM থেকে ফ্রি লেনদেনের বাইরে অতিরিক্ত লেনদেন করলে প্রতিটি লেনদেনের জন্য ২৩ টাকা চার্জ ধার্য করবে। এমনকি অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারকারী সকল গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মূলত অপারেশনাল খরচ বৃদ্ধি ও পরিষেবা উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Comment