বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি পাকিস্তানের একদিনের অধিনায়কত্ব হারিয়েছেন মহম্মদ রিজওয়ান। পশ্চিমের দেশের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি। সেই ঘটনার জের এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকার করলেন বাবর আজমের সতীর্থ (Mohammad Rizwan On PCB)। বেঁধে দিলেন বড় শর্তও।
পিসিবির কাছে ব্যাখ্যা চেয়েছেন রিজওয়ান
সদ্য একদিনের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে উপেক্ষিত রিজওয়ান। মূলত সে কারণেই এবার কুড়ি ওভারের ফরম্যাট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানি ক্রিকেটার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কেন বারবার টি-টোয়েন্টি দল থেকে তাঁকে বাদ দেওয়া হচ্ছে, তার সুস্পষ্ট কারণ জানতে চেয়েছেন রিজওয়ান। এখন প্রশ্ন মহসিন নকভির PCB কি সেই ব্যাখ্যা দেবে?
চুক্তিতে সই না করে বড় শর্ত দিলেন রিজওয়ান
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি হননি তারকা ক্রিকেটার রিজওয়ান। সূত্রের খবর, PCB কে চুক্তিতে সই করা নিয়ে একটি বড় শর্ত বেঁধে দিয়েছেন তিনি। জানা যায়, পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি দলে কেন জায়গা পাচ্ছেন না, তার সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে PCB কে। সেই ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত চুক্তিতে সই করবেন না তিনি।
বলাই বাহুল্য, গতকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। ঘরের মাঠে সেই সিরিজের প্রথম ম্যাচেই 55 রানের বড় ব্যবধানে হেরেছে সলমন আলি আঘার দল। পরবর্তী টি-টোয়েন্টি রয়েছে আগামী 31 অক্টোবর, শুক্রবার। এই ম্যাচ গড়াবে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে। আর তার আগেই রিজওয়ান বিতর্কে জড়িয়ে PCB।
Breaking 🚨
Muhammad Rizwan refuse to sign central Contract
He Demands from PCB to give him reason why he dropped from T20i. pic.twitter.com/NFjxdL5M4T— Ameer (@BabarNation56) October 28, 2025
অবশ্যই পড়ুন: অষ্টম পে কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য, কে এই বিচারক রঞ্জনা প্রকাশ দেশাই?
উল্লেখ্য, চলতি বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় 30 জন ক্রিকেটারকে জায়গা দিয়েছে। সেই লিস্টে রয়েছে, মহম্মদ রিজওয়ান থেকে শুরু করে বাবর আজম, শাহিন আফ্রিদিরাও। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবার কারও সাথেই গ্রেড এ চুক্তি করা হচ্ছে না। রিজওয়ানদের এ গ্রেড থেকে বি গ্রেডে স্থানান্তরিত করা হয়েছে। এটিও পাকিস্তানি তারকার চুক্তি প্রত্যাখ্যানের অন্যতম বড় কারণ।