PF-এ ১২% এর বেশি টাকা জামাতে পারবে কর্মীরা? অবসরের পর মোটা ফান্ড চাইলে জানুন

Provident Fund Contribution know about EPFO rules

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কর্মীদের মাসিক সঞ্চয়ের সাথে সাথে ছোট চারা থেকে বটবৃক্ষের আকার নেয় প্রভিডেন্ট ফান্ডের আমানত (Provident Fund Contribution)। যা অবসর গ্রহণের পর কর্মচারীকে আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখে। তবে অনেকেরই প্রশ্ন থাকে, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে 12 শতাংশের বেশি অর্থ জমা দেওয়া যায়? এ নিয়ে অবশ্য কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO কর্মীদের দ্বিধা দূর করার জন্য একেবারে স্পষ্ট নিয়ম বেঁধে দিয়েছে। EPFO র নিয়ম অনুযায়ী, একজন কর্মী যদি তাঁর PF অ্যাকাউন্টে মোট বেতনের 12 শতাংশের বেশি জমা দিতে চান তবে তিনি সেটা পারেন। এটা সম্পূর্ণ কর্মচারীর ঐচ্ছিক বিষয়।

লাভবান হবেন কর্মীরাই

সাধারণত প্রভিডেন্ট ফান্ডে সঞ্চয়ের ক্ষেত্রে অনেকেই দ্বিধায় থাকেন বেসিক বেতনের 12 শতাংশের বেশি কি আদৌ PF অ্যাকাউন্টে জমা করা যায়! এ নিয়ে EPFO র নিয়ম বলছে, একজন কর্মচারী চাইলেই নির্দিষ্ট মৌখিক সীমার বাইরে গিয়ে অর্থাৎ বেতনের 12 শতাংশের বেশি অর্থ EPFO তে স্বাধীনভাবে সঞ্চয় করতে পারবেন। এতে আদতে সুবিধা হবে কর্মীদেরই। হিসেব বলে, একজন ব্যক্তি যদি তাঁর বেতনের 12 শতাংশেরও বেশি অর্থ PF অ্যাকাউন্টে জমানো শুরু করেন তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে অনেক বেশি রিটার্ন পাবেন। এক কথায় তার মোট আমানত বৃদ্ধির পাশাপাশি সেগুলির উপর সুদের পরিমাণ বাড়বে।

সবচেয়ে মজার বিষয়, একজন কর্মচারী যদি 12 শতাংশের বেশি অর্থ তার বেতন থেকে কেটে PF অ্যাকাউন্টে জমানোর সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে ওই সমপরিমাণ অর্থ দিতে হবে সংস্থাকেই। অর্থাৎ মৌখিক নিয়মের বাইরে গিয়ে 12 শতাংশেরও বেশি অর্থ দিতে অস্বীকার করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থা। কাজেই অতিরিক্ত অর্থ শুধুমাত্র কর্মীর পকেট থেকেই যাবে না বরং সংস্থাকেও সেই অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।

অবশ্যই পড়ুন: “ভারতকে হামাগুড়ি দিতে দেখতে চাই!” সিরিজ হেরেও অহংকার গেল না দক্ষিণ আফ্রিকার কোচের?

প্রসঙ্গত, একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন, ভারত সরকারের নিয়ম অনুযায়ী ন্যূনতম বেতনসীমা আপাতত 15,000 টাকা। সেক্ষেত্রে, যদি কোনও কর্মচারীর বেতন 15,000 টাকার বেশি হয় এবং তিনি যদি তার প্রকৃত বেতনের পুরোটাই PF অ্যাকাউন্টে জমা রাখতে চান সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত মানতে হবে। EPF প্রকল্পের ধরা 26(6) এর অধীনে একটি সহকারি প্রভিডেন্ট ফান্ড কমিশনার বা আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে থেকে নিজের প্রকৃত বেতনের পুরোটাই PF এ জমানোর জন্য অনুমতির প্রয়োজন পড়বে। সেই অনুমতি মিললে তবেই নিজের প্রকৃত বেতনের পুরোটাই PF এ সঞ্চয় করতে পারবেন কর্মীরা।

Leave a Comment