PUMA-র ৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে অভিষেকের সংস্থায় বিনিয়োগ কোহলির

Virat Kohli refused 300 crore offer from Puma for a Indian company

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলে প্রথম সারিতে থাকে মহারথী বিরাট কোহলির নাম (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মতো দ্বিতীয় প্লেয়ার খুঁজে পাওয়া দুষ্কর। বারবার নিজেকে ভেঙে ফের গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে একেবারে সর্বশক্তি দিয়ে ফর্মে কামব্যাক করেছেন রোহিত সতীর্থ। একটানা পরপর দুই ম্যাচে সেঞ্চুরি এবং শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। এবার সেই কোহলিই ভারতীয় সংস্থার পাশে দাঁড়ানোর জন্য 300 কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন।

ভারতীয় সংস্থার পাশে দাঁড়াতে 300 কোটির প্রস্তাব ফেরালেন কোহলি

এতদিন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পিউমার সাথে চুক্তিতে ছিলেন বিরাট কোহলি। তবে সেই চুক্তি নতুন করে আর বাড়ালেন না ভারতীয় তারকা। জানা যায়, চুক্তি নবীকরণের জন্য 300 কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন কিং কোহলি। তবে তাতে রাজি হননি তিনি। যার নেপথ্যে রয়েছে নাকি এক ভারতীয় সংস্থা। পিটিআই সূত্রে খবর, অভিষেক গঙ্গোপাধ্যায়ের সংস্থা এজিলিটাস স্পোর্টসের পাশে দাঁড়ানোর জন্যই পিউমার সাথে চুক্তি বাড়াননি কোহলি।

রিপোর্ট অনুযায়ী, এর আগে পিউমার ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন অভিষেক। পরবর্তী সেখান থেকে বেরিয়ে এসে নিজের সংস্থা এজিলিটাস স্পোর্টস খুলে বসেন অভিষেক। সেই সংস্থার প্রধান মুখ হওয়ার জন্য অনুরোধ করা হয় বিরাট কোহলিকে। তাতে এক নিঃশ্বাসে রাজি হয়ে যান কিং। আজ অর্থাৎ সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে, ভারতীয় সংস্থা এজিলিটাসের সাথে যুক্ত হওয়ার কথা জানান বিরাট।

অবশ্যই পড়ুন: ২০২৬ T20 বিশ্বকাপের আগেই ICC কে বড় ধাক্কা দিল আম্বানির JioHotstar!

বলাই বাহুল্য, একেবারে নিজের সিদ্ধান্তে এই ভারতীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোহলি। জানা গিয়েছে, পিউমার 300 কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অভিষেকের সংস্থায় একেবারে 40 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছেন ভারতীয় মহাতারকা। অনেকেই বলছেন, জার্মান সংস্থা পিউমাকে ফিরিয়ে ভারতীয় সংস্থার পাশে থাকার মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় দলের 18 নম্বর জার্সি।

 

 

View this post on Instagram

 

Leave a Comment