সৌভিক মুখার্জী, কলকাতা: ঋণ গ্রহিতাদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ৫ ডিসেম্বর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে যা এখন ৫.৫০% থেকে কমে দাঁড়িয়েছে ৫.২৫%। আর রেপো রেট কমার সাথে সাথে দেশের চারটি বড় বড় ব্যাঙ্ক ঋণের উপর সুদের হার অনেকটাই কমাল (Interest Rate Cut)। এর ফলে হোম লোন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ইএমআই আরও সাশ্রয়ী হবে এবং গ্রাহকদের চাপ অনেকটাই দূর হবে। আবে কোন কোন ব্যাঙ্ক কমাল সুদের হার তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
ব্যাঙ্ক অফ বরোদা
ব্যাঙ্ক অফ বরোদাতে আগে সুদের হার ছিল ৮.১৫%। তবে এবার ০.২৫% সুদ কমানো হয়েছে। এখন দাঁড়িয়েছে ৭.৯০%। এই সুদ কার্যকর হচ্ছে আজ অর্থাৎ ৬ ডিসেম্বর থেকেই।
ইন্ডিয়ান ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের সুদের হার অনেকটাই কমিয়েছে। এই পাবলিক সেক্টর ব্যাঙ্কটি এবার ৮.২০% থেকে সুদ কমিয়ে ৭.৯৫% এনেছে। আর এই নতুন হার ৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ব্যাঙ্ক অফ বরোদার মতো রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সুদের হার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। আর এখন তা ধার্য করা হয়েছে ৮.১%। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি স্টক এক্সচেঞ্জের ফাইলিং-এ জানিয়েছে, নতুন হার ৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। ফলে সাধারণ গ্রাহকরা বিরাট স্বস্তি পাবে।
আরও পড়ুন: LPG থেকে পেট্রোল-ডিজেল, রুপির পতনে বাড়বে এই জিনিসগুলির দাম! দেখুন তালিকা
করুর বৈশ্য ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর করুর বৈশ্য ব্যাঙ্কও অনেকটাই সুদের হার কমিয়েছে। তারা এবার হোম লোন থেকে শুরু করে কার লোন বা অন্যান্য যে কোনও ঋণের উপর ০.২৫% সুদের হার কমিয়ে ৮.৮০% থেকে ৮.৫৫% করেছে। আর নতুন ধার ৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।