সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে ভারতীয় রুপির বাজারে কিছুটা স্বস্তির হওয়া। রিজার্ভ ব্যাঙ্কের সক্রিয় হস্তক্ষেপে রুপি আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারে বলে মত বিশেষজ্ঞদের (Indian Rupee vs US Dollar)। এমনকি সরকারি বন্ডের সুদের হার আগামী দিনে অনেকটা কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্ত এবং বিদেশী লগ্নীর গতির উপর এই নির্ভর করবে বলে অনুমান।
রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে আবারও ঘুরে দাঁড়াল রুপি
গত সপ্তাহে ডলারের তুলনায় অনেকটাই মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে ভারতীয় রুপি। শুক্রবার বাজার বন্ধের সময় রুপি ডলার পিছু ৮৯.২৭ টাকার স্তরে পৌঁছেছে, যা এক সপ্তাহে ১ শতাংশের বেশি বৃদ্ধি। এমনকি বাজার সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ডলার বিক্রি আর রুপির বিরুদ্ধে জল্পনামূলক অবস্থান কমে আসার কারণে হঠাৎ করে ডলারের দরপতন হয়েছে। এদিকে এর আগে ১৬ ডিসেম্বর রুপি সর্বনিম্ন ৯১.০৭৫ টাকার স্তরে নেমেছিল। তবে রিজার্ভ ব্যাঙ্কের ধারাবাহিক হস্তক্ষেপে প্রায় ২ শতাংশ ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি।
আরও পড়ুনঃ শেষ তারিখ ৩১ ডিসেম্বর, এই কাজগুলি না করলে বন্ধ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশন
বাজার বিশ্লেষকদের মতে, নতুন সপ্তাহে আমদানিকারীরা ডলারের ঝুঁকি সামলাতে আবারও হেজিং শুরু করতে পারে। যার ফলে ৮৯ এর কাছাকাছি রুপির শক্তি বৃদ্ধি হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে এক বেসরকারি ব্যাঙ্কের ট্রেডারের মতে আরবিআই এর হস্তক্ষেপে রুপি স্থিতিশীল থাকলেও বড় আকারের বৈদেশিক প্রবাহ না আসলে ডলারের বিপরীতে রুপি ফের কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন: কীভাবে নকল SMS চিনবেন? মেসেজে খুঁজুন ‘P’, ‘S’, ‘T’…! নির্দেশিকা TRAI-র
এদিকে বাজার সংস্থা আইএফএ গ্লোবাল জানাচ্ছে, ৮৮.৮০ স্তরটি এখনও রুপির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট। আর বড়সড় হস্তক্ষেপের পর ডলারের বিপরীতে রুপি ফের উপরদিকে উঠে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আন্তর্জাতিক বাজার শক্তিশালী হচ্ছে। কারণ, জাপানের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর পর ইয়েনে অনেকটা দুর্বলতা দেখা গিয়েছে। অন্যদিকে ভারতীয় বন্ড বর্তমানে বাজারের চাপ বজায় রেখেছে। আর দশ বছরের বেঞ্চমার্ক সরকারি বন্ড বর্তমানে ৬.৬০% এর আশেপাশেই লেনদেন করছে। বিশেষজ্ঞদের মতে, সুদের হার ৬.৫৬ শতাংশ থেকে ৬.৬৫% রেঞ্জে ঘুরতে পারে। আর এতে রুপির দর হয়তো আরও ঊর্ধ্বগতিতে ঠেকবে।