RCB ছাড়ছেন বিরাট কোহলি? GT-র সহকারি কোচের সাথে অনুশীলন ঘিরেই জল্পনা তুঙ্গে

Virat Kohli practices with GT’s assistant coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন সে অর্থে চর্চায় নেই ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কিছুদিন তাঁকে নিয়ে নেট মহল সরগরম থাকলেও সাম্প্রতিক সময়ে কোহলিকে নিয়ে মাতামাতি করার খুব একটা শক্তপোক্ত কারণ খুঁজে পাচ্ছেন না সমর্থকরা।

এমতাবস্থায়, ভাইরাল হল এক ছবি। আর তাতেই বাড়ল উষ্ণ জল্পনা। সম্প্রতি গুজরাট টাইটান্সের সহকারি কোচের সাথে অনুশীলন করতে দেখা গিয়েছে কোহলিকে। সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে সেই ছবি। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে গুজরাটে যাচ্ছেন বিরাট?

কোহলির ইনস্টাগ্রাম স্টোরি ঘিরেই যত জল্পনা

সম্প্রতি নেটে ব্যাট হাতে অনুশীলন সেরেছেন বিরাট কোহলি। সে খবর অনুরাগীদের জানাতে গুজরাটের সহকারি কোচের সাথে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেন তিনি। ক্যাপশনে লেখা হয়, শট নিয়ে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই। সব সময় দেখতে ভাললাগে তোমাকে।

গুজরাটের সহকারি কোচ নঈম আমিনের সাথে স্টোরি শেয়ার করে তাঁর প্রসঙ্গে দুর্দান্ত এক ক্যাপশন ছুড়ে দেন কোহলি, আর তাতেই কার্যত তোলপাড় নেট দুনিয়া! বিরাট ভক্তদের একাংশের আশঙ্কা, হয়তো বেঙ্গালুরু ছেড়ে গুজরাটে যোগ দেবেন তিনি! এদিকে খোঁজ নিয়ে জানা গেল, ছবিটি লন্ডনের একটি ইন্ডোর ক্রিকেট ট্রেনিং সেন্টারে তোলা হয়েছিল। যেখানে আমিনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ভারতীয় মহা তারকাকে।

Virat Kohli practices with GT's assistant coach

অবশ্যই পড়ুন: একাধিক রুটে বাড়ছে মেট্রো, পরিষেবা মিলবে রাত পর্যন্ত! দেখুন নতুন সময়সূচি

তাহলে কি গুজরাটে যোগ দিচ্ছেন বিরাট?

এক স্টোরিতেই চিন্তায় পড়ে গিয়েছেন বিরাট ভক্তরা! দীর্ঘদিন সমাজমাধ্যমে সেভাবে অ্যাকটিভ না থাকার কারণে হঠাৎ বিরাটের এমন স্টোরি দেখে যথেষ্ট কৌতুহলী নেট নাগরিকরা। গুজরাটের সহকারি কোচের সাথে এমন রঙিন ছবি দেখে অনেকেই ভাবছেন, হয়তো এবার বেঙ্গালুরুকে বিদায় দিয়ে গুজরাটে যোগ দেবেন কোহলি। যদিও সে বিষয়ে কোনও তথ্যই দেননি বিরাট। মুখ খোলেনি রাজা কোহলির দল বেঙ্গালুরুও।

Leave a Comment