সৌভিক মুখার্জী, কলকাতা: অতীতে ব্রিটিশ মোটরসাইকেল দুনিয়ার রাজা ছিল BSA (Birmingham Small Arms Company)। আর বহু বছর পর সেই পুরনো ঐতিহ্য নতুন রূপ নিয়ে যুক্তরাজ্যের বাজারে ফিরল। হ্যাঁ, একসাথে দুটি দুর্দান্ত বাইক লঞ্চ (BSA Launched) করে তারা জানিয়ে দিল যে, আবারও ফিরছে BSA! তবে কোন কোন ব্র্যান্ড এবং স্পেসিফিকেশন ও দাম কী রয়েছে?
জানা গিয়েছে, Bantam 350 এবং Scrambler 650 নামের দুটি মডেল এবার বাজারে আসছে। আর এই দুটি বাইকই নতুন চেহারা, আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে 350 থেকে 650 সিসি সেগমেন্টের মধ্যে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করা, যেখানে বর্তমানে বাজারে রাজত্ব করছে Royal Enfield। চলুন দেখে নেওয়া যাক, এই দুটি মডেলে কী কী বিশেষত্ব রয়েছে।
Bantam 350
Bantam 350 মডেলটির বাজার মূল্য ধরা হচ্ছে 4.07 লক্ষ টাকা। এই গাড়িতে থাকছে 334 সিসি লিকুইড-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটি 29bhp পাওয়ার এবং 29.62Nm টর্ক উৎপন্ন করতে পারবে। সাথে গাড়িটিতে থাকছে 6-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং এই বাইকটির ওজন মাত্র 185 কেজি।
উল্লেখ্য, এই গাড়িতে টেলিস্কোপিক হাইড্রলিক ফর্ক, টুইন শক অ্যাবজর্বার পেনশন থাকছে। ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তাহলে থাকছে ABS সহ 320 মিমি ফ্রন্ট ও 240 মিমি রিয়ার ডিস্ক ব্রেক। পাশাপাশি এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার এবং সিটের উচ্চতা 800 মিলিমিটার। এই গাড়ির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে Royal Enfield Hunter 350।
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মডেলটি ভারতের Jawa 42 FZ-এর মেকানিক্যাল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তবে থাকছে নিজস্ব ডিজাইন ব্র্যান্ড, আউটলুক এবং এলইডি হেডল্যাম্প ও অ্যালয় হুইলের মত ফিচার্স। আর সবমিলিয়ে স্টাইলিশ লুকের দিক থেকে একদম প্রথম সারিতে থাকবে এই বাইক।
BSA has unveiled the all-new Bantam 350, which is a revival of an old BSA name. The Bantam 350 is based on the Jawa 42 FJ, sharing the same powertrain and hardware elements.
Specifications
🛠️ Engine: 334cc, liquid-cooled, single-cylinder
⚡ Power: 29PS @ 7750rpm
🌀 Torque:… pic.twitter.com/eoGxNEpUYF— 91Wheels.com (@91wheels) July 30, 2025
Scrambler 650
এই গাড়ির বাজার মূল্য ধরা হয়েছে 6.99 লক্ষ টাকা। এই বাইকটিতে থাকছে 652 সিসি লিকুইড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা 45bhp পাওয়ার এবং 55Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই গাড়িতে রয়েছে 5-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, আর এই বাইকটির ওজন 218 কেজি।
প্রসঙ্গত, এই গাড়িতে 41 মিমি টেলিস্কোপিক ফর্ক ও ফাইভ-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক সাসপেনশন দেওয়া থাকছে। ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বললে, বাইকটিতে থাকছে Brembo ক্যালিপার সহ 320 মিমি ফ্রন্ট ও 255 মিমি রিয়ার ডিস্ক ব্রেক। আর এই গাড়ির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 12 লিটার এবং সিটের উচ্চতা 820 মিলিমিটার।
আরও পড়ুনঃ ৫০ লক্ষ ইউনিট বিক্রি! দেশের ইতিহাসে রেকর্ড গড়ল Maruti Suzuki Alto
প্রসঙ্গত, এই বাইকটি BSA Gold Star-এর ইঞ্জিন প্ল্যাটফর্মেই তৈরি করা হয়েছে। তবে ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ, উঁচু এক্সহস্ট, রাফ অ্যান্ড টাফ লুক, বড় টায়ার, আর বিশেষ করে অফ-রোড ফোকাসড সেটআপ দেওয়া হয়েছে এই গাড়িতে। এমনকি এতে থাকছে ওয়াইফাই ও সিসিটিভি নজরদারি এবং সোলার চার্জিং-এর সুবিধা। আর সবমিলিয়ে আধুনিক এবং ইউজার ফ্রেন্ডলি বাইকের দিক থেকে এটি তালিকার শীর্ষে থাকবে।
BSA has unveiled the all-new Scrambler 650, which is based heavily on the Gold Star 650, but it adds genuine off-roading capability, and also adds a certain toughness to an otherwise handsome-looking retro motorcycle.
Specifications
🛠️ Engine: 652cc, liquid-cooled,… pic.twitter.com/fxPnluz7qC
— 91Wheels.com (@91wheels) July 30, 2025
ভারতের বাজারে কি আসবে এই বাইক?
এবার ভারতীয় বাইকপ্রেমিদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, BSA-এর এই মডেল দুটি কি ভারতের বাজারে আসবে? যদিও সংস্থার তরফ থেকে এখনো অফিশিয়াল ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে যদি বাইকদুটি ভারতে আসে, তাহলে Royal Enfield Hunter 350 এদের সবথেকে বড় প্রতিযোগী হয়ে উঠতে পারে।