Samsung Galaxy S24 Ultra-র দামে বিরাট পতন! এক ধাক্কায় কমল 50,000 টাকা

Samsung Galaxy S24 Ultra Price Drop biggest offer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে দাপটের সাথে রাজত্ব করছে Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনটি। ইতিমধ্যেই বহু গ্রাহকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই জনপ্রিয় স্মার্টফোন।

তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা দামের কথা চিন্তা করে এই ফ্ল্যাগশিপ মডেলটি কিনতে পারছিলেন না। এবার তাঁদের জন্যই রয়েছে সুখবর। অতিরিক্ত দামের কথা চিন্তা করে পিছিয়ে আসা গ্রাহকরা এবার অনেক কম দামে এই স্মার্টফোনটি নিজেকে উপহার দিতে পারবেন।

ইকোনমিক টাইম সহ একাধিক রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনটির দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। ই-কমার্স সাইট Flipkart, Amazon সহ অন্যান্য প্ল্যাটফর্মেও সেই চিত্র স্পষ্ট। হ্যাঁ, Samsung এর এই স্মার্টফোনটির দাম এক ধাক্কায় 50,000 টাকারও বেশি কমেছে।

Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনটির স্পেসিফিকেশন

Samsung এর এই দুর্দান্ত ফ্ল্যাগশিপ মডেল প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমেই আসে এর ডিসপ্লের প্রসঙ্গ। সেই সূত্রে বলি, এই প্রিমিয়াম স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.8 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz। একই সাথে এর পিক ব্রাইটনেস 2,600 nits।

এবার আসি স্মার্টফোনটির প্রসেসরে। হাই রেঞ্জের স্মার্ট ফোন, তাই Samsung এতে দিয়েছে একটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। যা দিয়ে মাল্টিটাস্কিং এবং হেভি গেমিং করা সম্ভব। সেভাবেই স্মার্টফোনটিকে ডিজাইন করা হয়েছে।

এরপরই আসে ক্যামেরা। বলে রাখি, এই স্মার্টফোনটি ক্যামেরার দিক থেকে টেক্কা দিতে পারে বড় বড় নামী সংস্থার স্মার্টফোনকেও। বলা বাহুল্য, Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনটিতে রয়েছে একটি অপটিক্যাল ইমেজ স্ট্রাবিলাইজেশন যুক্ত 200MP প্রাইমারি সেনসর, সঙ্গে 5X অপটিক্যাল জুম সহ একটি 50MP পেরিস্কোপিক টেলি ফটো লেন্স, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 12MP আল্ট্রা ওয়াইড ও একটি 10MP টেলিফটো লেন্স যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ। সঙ্গে সেলফির জন্য থাকছে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা।

এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এই স্মার্টফোনটিতে 5,000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস Qi চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও নোট লেখা বা আঁকার জন্য একটি S Pen সহ Android 14 এর মতো একাধিক সুবিধা থাকছে এই ফোনে।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে রাজনৈতিক ভূমিকম্প, সরানো হল বিরোধী দলনেতাকে! কাড়া হল অনেকের আসন

এক ধাক্কায় 50,000 টাকা কমল Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনের দাম

প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, অ্যামাজনে Samsung Galaxy S24 Ultra 12GB+256GB ভেরিয়েন্টটির দাম ছিল 79,199 টাকা। যেখানে স্মার্টফোনটির আসল দাম 1,34,999 টাকা। অন্যদিকে ফ্লিপকার্টে Samsung এর এই ফ্ল্যাগশিপ মডেলটির 12GB+256GB ভেরিয়েন্টটির দাম কমে 80,999 টাকায় দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা অতিরিক্ত 4,000 সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি অ্যামাজনেও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে 3,750 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও এক্সচেঞ্জ অফার তো রয়েছেই।

Leave a Comment