সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম বিনিয়োগকারী সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation) বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল। হ্যাঁ, শীর্ষ বেসরকারি ঋণদাতা HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকে তাদের শেয়ারের পরিমাণ অনেকটাই কমালো এবং একই সাথে SBI, এবং ছোট ইয়েস ব্যাঙ্কের কাছে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বাড়ালো।
রিপোর্ট কী বলছে?
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, LIC এই চলতি ত্রৈমাসিকে এসবিআই-এর সাথে ৬.৪১ কোটি শেয়ার যুক্ত করেছে, যার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৫২৮৫ কোটি টাকা। অন্যদিকে ইয়েস ব্যাঙ্কে তাদের অংশীদারিত্ব চারগুণ বৃদ্ধি করেছে। জুলাইতে ১% এর কম থেকে সেপ্টেম্বর মাসে ৪%-এ নিয়ে আসা হয়েছে। একই সময়ে এইচডিএফসি ব্যাঙ্কের আনুমানিক ৩২০৩ কোটি টাকা, আইসিআইসিআই ব্যাঙ্কের ২৪৬১ কোটি টাকা এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মাত্র ২০৩২ কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি হয়েছে।
রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে, শীর্ষস্থানীয় ঋণদাতা এই তিন ব্যাঙ্কের উপর বীমা কোম্পানি এলআইসির শেয়ারের পরিমাণ ধারাবাহিকভাবে ৮ থেকে ১০% তলানিতে ঠেকেছে, যা সাম্প্রতিক বছরগুলিতে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্কগুলোর থেকে এলআইসি’র সবথেকে বড় প্রত্যাহার, তা বলা চলে।
এদিকে এলআইসি’র এই পরিবর্তনের সময়টাও বেশ উল্লেখযোগ্য। কারণ, বীমাকারী সংস্থাটি সরকারি ঋণদাতাদের কাছে এক্সপোজার বাড়ালেও ২০২৫ সালে বিদেশি বিনিয়োগকারীরা বেসরকারি ব্যাঙ্কগুলোতে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করেছে। এ বিষয়ে বাজার বিশেষজ্ঞ নীরজ দেওয়ান সতর্ক করে বলেছেন যে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মূল্যায়ন ইতিমধ্যেই প্রত্যাশার থেকে বেশি ফলাফল দিচ্ছে। এমনকি তিনি উল্লেখ করেছেন, ছোট রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি ভালো ফলাফল দিচ্ছে। কিন্তু বেসরকারি ব্যাঙ্কগুলি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না।
উল্লেখ্য, ব্রোকারেজ মতিলাল ওসওয়াল উল্লেখ করেছেন যে, বেসরকারি এবং সরকারি খাতের উভয় ব্যাঙ্কই দ্বিতীয় ত্রৈমাসিকে ভালো ফলাফল দিয়েছে। কিন্তু বেসরকারি ঋণদাতারা শক্তিশালী নেট সুদের মার্জিন আর ঋণ বৃদ্ধির মাধ্যমে উপকৃত হচ্ছে। অন্যদিকে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি শক্তিশালী কার্যক্ষমতার মাধ্যমেই বাজারে আধিপত্য বিস্তার করছে। আর সে কারণেই এলআইসি এবার বেসরকারি ব্যাঙ্কের উপর থেকে শেয়ারের পরিমাণ কমিয়ে পাবলিক সেক্টর ব্যাঙ্কের দিকে পা বাড়িয়েছে।