SBI, PNB নাকি BoB! ৫ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক বেশি রিটার্ন দিচ্ছে?

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে কম-বেশি সবাই চায়! আবার অনেকেই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) টাকা রাখতে বেশি ভালোবাসেন। কারণ নিশ্চিত রিটার্ন, মূলধনের নিরাপত্তা, চড়া হারে সুদ, আর সিনিয়র সিটিজেনদের জন্য বাড়তি সুবিধা, সবই মেলে এখানে। সবথেকে বড় কথা, সহজে লোন নেওয়ার সুযোগ থাকে এফডি’তে। 

তবে একাধিক সরকারি ব্যাঙ্ক যেখানে একই ধরনের পরিষেবা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, কোন ব্যাঙ্কে বেশি হারে সুদ মিলছে? কোন ব্যাঙ্কে 10 লক্ষ 15 লক্ষ টাকা বিনিয়োগ করলে বেশি মুনাফা আসবে? চলুন সবটা জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনে। 

পাঁচ বছরের মেয়াদে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে?

কয়েকটি সূত্র থেকে জানা গেল, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক 5 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে 6.05% সুদ দিচ্ছে। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ বছরের মেয়াদে 6.50% এবং ব্যাঙ্ক অফ বরোদা পাঁচ বছরের মেয়াদে 6.40% সুদ দিচ্ছে।

10 লক্ষ টাকা বিনিয়োগ করলে কত লাভ হবে?

যদি কেউ স্টেট ব্যাঙ্কের এফডি’তে 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে তাঁর পাঁচ বছর পর ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 13,50,176.27 টাকা, অর্থাৎ তাঁর মোট সুদ হবে 3,50,176.27 টাকা। একই হিসাবে যদি কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পাঁচ বছরের জন্য 10 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে তাঁর ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে 13,80,419.77 টাকা এবং মোট সুদ পাবে 3,80,419.77 টাকা। 

পাশাপাশি ব্যাঙ্ক অফ বরোদায় যদি কেউ 10 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে তার পাঁচ বছর পর তাঁর ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 13,73,643.89 টাকা এবং তার পকেটে সুদ আসবে 3,73,643.89 টাকা। ফলে বোঝাই যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 10 লক্ষ টাকা যদি পাঁচ বছরের জন্য রাখা হয়, তাহলে সবথেকে বেশি সুদ পাওয়া যাচ্ছে।

15 লক্ষ টাকা বিনিয়োগ করলে কত পাবেন?

এবার যদি কেউ স্টেট ব্যাঙ্কে 15 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে তার ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 20,25,264.40 টাকা এবং সে মোট সুদ পাবে 5,25,264.40 টাকা। একই হিসেবে যদি কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 15 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে তার ম্যাচিউরিটি অ্যামাউন্ট দাঁড়াবে 20,70,629.66 টাকা এবং মোট সুদ পাবে 5,70,629.66 টাকা।

এবার যদি কেউ ব্যাঙ্ক অফ বরোদায় 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে তার ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে 20,60,465.84 টাকা এবং মোট সুদ আসবে 5,60,465.84 টাকা। এক্ষেত্রেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এগিয়ে থাকছে। কারণ 15 লক্ষ টাকা বিনিয়োগে আপনি পিএনবি থেকে মোট 5.70 লক্ষ টাকা পর্যন্ত সুদ পেতে পারেন।

আরও পড়ুনঃ দেশে খুলবে নতুন ব্যাঙ্ক! লাইসেন্স দেবে RBI, জানিয়ে দিল কেন্দ্র

কোন ব্যাঙ্কে বিনিয়োগ করবেন?

যদি বেশি পরিমাণে রিটার্ন চান, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 6.50% সুদের হারের ফিক্সড ডিপোজিটকে বেছে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তবে ব্যাঙ্ক অফ বরোদা কিছুটা কম সুদ দিলেও এসবিআই’র তুলনায় অনেকটাই ভাল পরিমাণে রিটার্ন দেয়। আবার এসবিআই দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক হওয়ায় এখানে নিরাপত্তা সবথেকে বেশি। তবে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Leave a Comment