সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদে বিনিয়োগ (Safe Investment) করতে চান? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবছর ১% রেপো রেট কমানোর পর থেকে ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপজিটে সুদের হার ধীরে ধীরে কমাচ্ছে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন এক সঞ্চয় প্রকল্প রয়েছে যা এখন বাজারে সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে। আর তা হল পোস্ট অফিসের পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট।
পাঁচ বছরের এফডিতে কোথায় সবথেকে বেশি সুদ?
আসলে সুদের দৌড়ে সবথেকে বেশি উপরে রয়েছে পোস্ট অফিস। কারণ, পোস্ট অফিসে বর্তমানে ৭.৫% হারে সুদ দেওয়া হচ্ছে যা বর্তমানে দেশের সমস্ত বড় বড় ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি।
এমনিতেই পোস্ট অফিস বরাবরই সাধারণ মানুষের ভরসার জায়গা। আর বয়স নির্বিশেষে অর্থাৎ যুবক, মহিলা, বয়স্ক, সিনিয়র সিটিজেন সবাই এখানে একই হারে সুদ পায়। সবথেকে বড় ব্যাপার, এটি সরকার সমর্থিত স্কিম হওয়ায় গ্যারান্টি নিশ্চিত। আর ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে শুধুমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার আওতায় আসে, সেখানে পোস্ট অফিসের সম্পূর্ণ টাকা সুরক্ষিত থাকে।
স্টেট ব্যাঙ্কে সুদের হার কত?
ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক এসবিআই তাদের পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে বর্তমানে সাধারণ গ্রাহকদের ৬.৫% থেকে ৭.০৫% হারে সুদ দিচ্ছে। কিন্তু এখানে উচ্চ বয়সের তুলনায় সুদ তুলনামূলকভাবে ভালো হলেও পোস্ট অফিসের ৭.৫% এর তুলনায় অনেকটাই অনেকটাই কম।
এইচডিএফসি ব্যাঙ্কে সুদের হার কত?
এদিকে বেসরকারি ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসিও ভালো রিটার্ন দেয়। কারণ, এখানে সাধারণ গ্রাহকরা ৬.৪০% আর সিনিয়র সিটিজেনরা ৬.৯০% হারে সুদ পায়। কিন্তু পোস্ট অফিসের ৭.৫% এর সঙ্গে তুলনা করলে তা একেবারে ধোপে টেকে না।
পিএনবিতে কত হারে সুর দিচ্ছে?
অন্যদিকে সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে পিএনবি বর্তমানে সাধারণ গ্রাহকদের ৬.৫%, সিনিয়র সিটিজেনদের ৬.৭৫% আর সুপার সিনিয়র সিটিজেনদের ৭.০৫% হারে সুদ দিচ্ছে। কিন্তু পোস্ট অফিসের তুলনায় তাও কম।
আরও পড়ুনঃ SIR আতঙ্কে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা! মুর্শিদাবাদে মৃত্যু বেড়ে ৫
তাই যদি বেশি পরিমাণে সুদ চান, তাহলে পোস্ট অফিসের পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। কারণ, এখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। আর ছোট থেকে বড়, সবাই একই হারে সুখ পায়। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সিদ্ধান্তের পথে এগোবেন।