SIR আতঙ্কে পালানোর চেষ্টা, স্বরুপনগর সীমান্তে আটক ৩৮ বাংলাদেশী অনুপ্রবেশকারী

38 Bangladeshi Arrested In Border North 24 Parganas

বিক্রম ব্যানার্জী, কলকাতা: SIR নিয়ে রাজ্য জুড়ে চড়েছে রাজনৈতিক পারদ। এরই মাঝে বঙ্গের সীমান্ত এলাকাগুলিতে বেড়েছে বাংলাদেশে পালানোর ধুম। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা ঘোষণা হতেই ওপার বাংলায় ছুট লাগিয়েছেন বহু অনুপ্রবেশকারী। এবার সেই ঘটনার জলজ্যান্ত প্রমান উঠে এল উত্তর 24 পরগনার স্বরূপনগর থেকে। রবিবার ওই এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 38 জনকে আটক করা হয় (Bangladeshi Arrested In Border)। পুলিশের অভিযোগ, ‘তাঁরা প্রত্যেকেই অবৈধভাবে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন।’

ধৃতদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক

একাধিক সূত্র মারফত খবর, রবিবার স্বরুপনগর থানা এলাকার বিথারী সীমান্ত দিয়ে চোরাপথে পালানোর চেষ্টা করছিলেন পুরুষ, মহিলা সহ মোট 38 জন। তখনই তাঁদের ধরে ফেলে বর্ডার সিকিউরিটি ফোর্স। সূত্রের যা খবর, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে পুলিশ জানাচ্ছে, ধৃতদের প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। তাঁরা অনুপ্রবেশকারী হিসেবেই ভারতে ঢুকে এদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন।

SIR ঘোষনা হতেই বাংলার সীমান্ত এলাকাগুলিতে বেড়েছে গ্রেফতারি

বিহারের পর বাংলাতেও যে SIR হবে সে কথা প্রথমেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তা নিয়ে শাসক বনাম গেরুয়া শিবিরের কোন্দল মাত্রা ছাড়িয়েছিল। এরই মাঝে গত 27 অক্টোবর বাংলা জুড়ে SIR ঘোষণা হতেই পশ্চিমবঙ্গের সীমান্তলাগোয়া এলাকাগুলিতে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারির সংখ্যা বেড়েছে। না বললেই নয়, বিগত কয়েকদিনে শুধুমাত্র স্বরূপনগরের সীমান্ত থেকে 94 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করেছে BSF।

অবশ্যই পড়ুন: দূর থেকে করবেন দলকে সমর্থন! T20 বিশ্বকাপের আগে অবসর নিলেন কেন উইলিয়ামসন

প্রশাসনিক সূত্রে খবর, প্রথম 31 অক্টোবর স্বরূপনগরের বিথারী সীমান্ত থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেফতার করার পর গতকাল অর্থাৎ 1 নভেম্বর তারালি সীমান্ত এলাকা থেকে 45 জনকে পাকড়াও করা হয়। অভিযোগ, তাঁরা প্রত্যেকেই চোরাপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই আজ, রবিবারও উত্তর 24 পরগনার বিথারী সীমান্তে নিরাপত্তা রক্ষীদের জালে ধরা পড়ল 38 জন অবৈধ বাংলাদেশি। তা যে নতুন করে রাজনৈতিক তরজার জন্ম দেবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment