‘SIR আতঙ্কে বাংলাদেশ ফিরতে সীমান্তে ভিড় বাংলাদেশিদের!’ ভিডিও শেয়ার করলেন সুকান্ত

Sukanta Majumdar

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তাই ভোটের মেজাজ রাজ্যে এখন থেকেই বেশ সরগরম। এদিকে ভোটের আবহে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। একদিকে বিজেপি SIR-কে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে তৃণমূল এটিকে বিজেপি ও কমিশনের কারসাজি বলে কটাক্ষ করছে। এমতাবস্থায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের দলে দলে অপেক্ষারত ভিডিও তুলে ধরলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

বাংলাদেশে ফেরার হিড়িক অনুপ্রবেশকারীদের

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ভিডিওর ক্যাপশনে সূত্রে জানা গিয়েছে যে এটি উত্তর ২৪ পরগণার হাকিমপুর চেকপোস্টের একটি ভিডিও। আর সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ অপেক্ষা করে রয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। নিজেরাই জানাচ্ছেন যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিলেন পেটের দায়ে। সেই সময় কেউ কোনও নথি নাকি দেখতে চায়নি। এখন যেই SIR শুরু হয়েছে তাই আতঙ্ক বেড়ে গিয়েছে। আর এই আবহে সুকান্ত মজুমদার পোস্টে লিখেছেন, “দলে দলে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা যারা সাম্প্রতিককালে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার বদান্যতায় এবং আতিথেয়তায় পশ্চিমবঙ্গের যত্রতত্র উৎসবের মেজাজে বসবাস করছিল, তারা এই মুহূর্তে অপেক্ষা করছে আন্তর্জাতিক সীমান্ত খোলার এবং বাংলাদেশে ফিরে যাওয়ার!”

কী বলছেন সুকান্ত মজুমদার?

বিজেপি নেতা সুকান্ত মজুমদার পোস্ট করা ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আরও জানিয়েছেন যে, “ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তোষণের সাম্রাজ্য এবং গদি বাঁচাতে এতদিন কত যত্ন নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের লালন-পালন করছিলেন, এই ছবিই তার প্রমাণ। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে রাজ্যের তথা দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আর মিথ্যাচার চলবে না। এক এক করে অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বের করা হবে। পশ্চিমবঙ্গের জঙ্গলরাজও শেষ হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলার মানুষ।”

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! মানিক, রত্নার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন রাজ্যপালের

প্রসঙ্গত, বছরের পর বছর ধরে কাজের খোঁজে অনেকেই অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে থেকে গিয়েছিলেন অসংখ্য বাংলাদেশি। এখানে থাকার জন্য ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, তৈরি করেছিলেন তাঁরা। সম্প্রতি SIR শুরু হতেই এবার নিজের দেশে ফেরার হিড়িক জেগেছে তাঁদের। তার ফলে ভিড় বাড়ছে সীমান্তে। ইতিমধ্যে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ভিড় বেড়েছে বাংলাদেশিদের। তবে এই ঘটনা নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাইছে না শাসকদলের তৃণমূল কংগ্রেস।

Leave a Comment