সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে এসআইআর শুরু হতে মৃত্যুমিছিল বেড়েই চলেছে। ফের এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে (Murshidabad) আত্মঘাতী হলেন এক মহিলা। জানা যাচ্ছে, রবিবার ভোরবেলা বেলডাঙা থানার সুরুলিয়া এলাকার মালগাড়ির সামনে ঝাঁপ দিয়েছেন ওই মহিলা। গত ৪ নভেম্বরের পর মুর্শিদাবাদ জেলায় এ নিয়ে মোট পাঁচজন আত্মহত্যা করলেন বলে খবর।
এসআইআর আতঙ্কে ফের মৃত্যু মুর্শিদাবাদে
স্থানীয় সূত্র অনুযায়ী খবর, সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা শাকিলা বেওয়া নামের ওই মহিলা এসআইআর শুরু হওয়ার পর দিন থেকেই আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। এমনকি ওই মহিলা নিজের পরিবারের সদস্যদেরকেও বহুবার বলেছিলেন যে, তালিকা তৈরি হওয়ার পর পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। তার পশ্চিমবঙ্গে থাকা হবে না। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাকিলা রেললাইনের উপর নিজে গিয়ে শুয়ে পড়েন। সেই সময় বহরমপুরের দিক থেকে বেলেডাঙ্গার দিকে একটি মালগাড়ি আসছিল। ধাক্কাতেই তার মৃত্যু হয়। বহরমপুর জিআরপি থানার আধিকারিক মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
এদিকে মৃত মহিলার ভাইপো নাসিমুল শেখ অভিযোগ করছেন, ২০০২ সালে ভোটার তালিকায় আমার কাকিমার নাম থাকলেও কাকার নামের বানান এবং বয়স ভুল রয়েছে। সেই কারণেই ভয় পাচ্ছিলেন কাকিমা। কাকিমার কাছে যে নথি রয়েছে তাতে কোথাও আমার কাকার নাম লেখা রয়েছে হচিউদ্দিন শেখ, আবার কোথাও লেখা রয়েছে হচিউদ্দিন। কাকার নামের এই ভুলের কারণেই এসআইআর শেষে কাকিমার নাম বাদ যাবে বলে এবং পুলিশে ধরে নিয়ে যাবে বলে চিন্তা করছিলেন তিনি। বহুবার আমরা তাকে বুঝিয়েছিলাম, কিন্তু কোনও কাজ হয়নি।
আরও পড়ুনঃ শীতের হাওয়া লাগতেই মুরগির ডিমের দাম ছুঁল পিস প্রতি ৮ টাকা! আরও বাড়বে রেট?
আগেও মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে
উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর এসআইআর শুরুর পর মুর্শিদাবাদ জেলায় তিনজন ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। এরপর আরও দু’জন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এসআইআর শুরুর প্রথম দিনই কান্দি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার মোহন শেখ নামের ৫৫ বছরের এক কৃষক বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিলেন। তার মৃত্যুর পিছনে এসআইআর-কেই দায়ী করা হয়। তারপর ৬ তারিখ বহরমপুর থানার গান্ধী কলোনি এলাকায় তারক সাহা নামের এক ঝালমুড়ি ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদ থানা এলাকায় জিতেন রায় নামের আরও এক ব্যক্তি এবং নওদা থানা এলাকার বাসিন্দা ইসরাইল মোল্লা এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর।