SIR আবহে পূর্বস্থলীতে বিলের ধারে উদ্ধার শয়ে শয়ে আধার কার্ড! সবই মুসলিমদের

Purbasthali

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন। জেলায় জেলায় নথি যাচাইয়ের জন্য পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসারেরা। সেক্ষেত্রে আধার কার্ড অন্যতম মূল নথি সকলের কাছে। এদিকে এই নথি নিয়ে বিতর্কের শেষ নেই। এখনও বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। এমতাবস্থায় সেই কার্ডই কিনা গড়াগড়ি খাচ্ছে বিলে! সাতসকালে পূর্বস্থলীতে (Purbasthali) উদ্ধার হওয়া রাশি রাশি আধার কার্ড দেখেই চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের।

বিল থেকে উদ্ধার অসংখ্য আধার কার্ড

আজ অর্থাৎ বুধবার, সাতসকালে এক চাঞ্চল্যকর ঘটনার ঘটতে দেখা যায়, পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পিলা অঞ্চলের শ্রীরামপুরের ললিতা বিল থেকে উদ্ধার হয় অসংখ্য আধার কার্ড। প্রত্যক্ষদর্শীদের মতে বিলের জলে ভেসে উঠেছিল একাধিক আধার কার্ড। আর তা দেখেই সেই সকল আধার কার্ড জল থেকে তুলে আনার চেষ্টা করে গ্রামবাসীরা। এরপর বিলের ধারের মাঠে সেই কার্ডগুলো বিছিয়ে রাখা হয় শুকোনোর জন্য। কিন্তু কারা এই আধার কার্ডগুলি বিলে ফেলে দিয়েছে তার হদিশ এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের তরফে ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হয়েছে। সবথেকে বড় বিষয় হল, উদ্ধার হওয়ার আধার কার্ডগুলো সবই প্রায় মুসলিমদের। স্থানীয় বাসিন্দা দেবব্রত মণ্ডল জানান, আরও দু’তিন বস্তা জলের মধ্যে রয়েছে। যা সাপের ভয়ে তুলতে পারেনি।

আরও পড়ুন: নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত নিয়ে BSF-পুলিশ সংঘর্ষ! আহত ৩, নদিয়ায় হুলস্থূল কাণ্ড

উদ্ধার বিপুল জাল সরকারী নথি

উল্লেখ্য, গত বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও সেনার বিশেষ গোয়েন্দা শাখার যৌথ অভিযানে জাল নথিপত্র বানানোর অভিযোগে বাগডোগরার পুটিমারীর বাসিন্দা লালন কুমার ওঝাকে গ্রেফতার করা হয়েছিল। তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল সরকারি জন্ম ও মৃত্যু শংসাপত্র, আধার, প্যান কার্ডের নকল কপি, এমনকি নথি জাল করার সরঞ্জামও। পুলিশি অনুমান, দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের বিনিময়ে লালন ও তার সহযোগীরা এই জাল নথি বাজারে চালাচ্ছিল। বাড়ি থেকেই কারবার চালাতেন লালন বলে অভিযোগ। পাসপোর্ট বানিয়ে দিতে তিন লক্ষ টাকা দর ছিল বলে খবর। এর আগে পার্থ সাহা ও নবজিৎ গুহ নিয়োগী নামে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

Leave a Comment