প্রীতি পোদ্দার, স্বরূপনগর: এইমুহুর্তে বঙ্গের মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR In Bengal)। কেউ কোনো নথি ছাড়াই ভারতে কাটিয়েছেন ৫ বছর, কেউ বা তারও বেশি। এমনকি কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। এখানে থাকার জন্য কেউ যাতে সন্দেহ না করে তার জন্য জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিল অনেকেই। সবচেয়ে অবাক করা বিষয় হল রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকেছিল এই সকল বাংলাদেশী অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে, যা নিয়ে রীতিমত প্রশ্নের মুখে পড়ল প্রশাসন।
অবৈধভাবে বাংলাদেশীরা বানিয়েছিল জাল নথি
উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই ভিডিও পোস্ট করেছিলেন যেখানে দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগণার হাকিমপুর চেকপোস্টে বহু মানুষ অপেক্ষা করে রয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। নিজেরাই জানাচ্ছেন যে, অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিলেন পেটের দায়ে। সেই সময় কেউ কোনও নথি নাকি দেখতে চায়নি। তাই তখন অনেকেই টাকার বিনিময়ে জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিল। ওই ভোটার কার্ড দিয়ে ভোটও দিয়েছিলেন তাঁরা, সরকারী প্রকল্পের সুবিধা থেকেও তাঁরা বাদ যাননি। আর এই কথা নিজের মুখে স্বীকার করলেন এক বাংলাদেশ অনুপ্রবেশকারী।
অ্যাকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
রিপোর্ট অনুযায়ী, রোকেয়া বিবি নামের এক বাংলাদেশ অনুপ্রবেশকারী জানিয়েছেন যে, ১০ বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি পরিবারকে নিয়ে সল্টলেকের সেক্টর ফাইভের ঝুপড়িতে বসবাস করতেন। সেখানে থাকতে থাকতেই তিনি জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিলেন। এবং ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রীতিমত প্রতিমাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন তিনি। প্রথমদিকে ৫০০ পেতেন পরে সরকার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়ায় তিনি ১০০০ টাকা করে পেতেন। শুধু তাই নয় রোকেয়া বিবি এই জানিয়েছেন যে তিনি জাল ভোটার কার্ড দিয়ে দুইবার এখানে ভোটও দিয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: শিলিগুড়িতে যুবকের থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! গোনার জন্য আনতে হল মেশিন
প্রসঙ্গত, বছরের পর বছর ধরে কাজের খোঁজে অনেকেই অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে থেকে গিয়েছিল অসংখ্য বাংলাদেশি। তাই স্বাভাবিকভাবে ২০০২ এর তালিকায় নেই কারোর নাম। সম্প্রতি SIR শুরু হতেই এবার নিজের দেশে ফেরার হিড়িক জেগেছে তাঁদের। তার ফলে ভিড় বাড়ছে সীমান্তে। ইতিমধ্যে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ভিড় বেড়েছে বাংলাদেশিদের। তবে এই ঘটনা নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাইছে না শাসকদলের তৃণমূল কংগ্রেস।