SIR-এ আপনি বাদ পড়লে কী করবেন? ফের কীভাবে নাম তুলবেন দেখুন

West Bengal SIR

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য-রাজনীতিতে এখন একটাই আলোচনা। আর তা হল ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR)। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। তবে এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, যদি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ে বা বাদ পড়ে, তাহলে কী করনীয়?

কী এই SIR?

জানিয়ে রাখি, এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রথম ধাপে বিএলও-রা আপনার বাড়িতে পৌঁছবে এবং আপনাকে একটি করে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটিতে দুটি পার্ট থাকবে। বিএলও নিজের সঙ্গে একটি নিয়ে যাবে, আর আপনার কাছে একটি থাকবে। ২০০২ সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে সে অনুযায়ী তথ্য পূরণ করতে হবে। আর যদি তা না থাকে, তাহলে বাবা-মায়ের নাম থাকলে সেই অনুযায়ী তথ্য দিতে হবে। তবে যদি কারোর নাম না থাকে, তাহলে অন্য যে কোনও প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে।

তবে হ্যাঁ, বিএলও যখন আপনার বাড়িতে যাবে, তখন আপনি বাড়ি না থাকলেও কোনও সমস্যা নেই। কারণ, তিনবার আপনার বাড়িতে খোঁজ নেবে তারা। এমনকি বাড়িতে সমস্ত সদস্যদের একসঙ্গে উপস্থিত থাকাও বাধ্যতামূলক নয়। একজনের হাতে ফর্ম দিলেই হবে। সবথেকে বড় ব্যাপার, যারা পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে দেশের বাইরে থাকে কিংবা অন্যান্য রাজ্যে থাকে, তারাও অনলাইনের মাধ্যমে এখন এসআইআর-এর ফর্ম ফিলাপ করতে পারবে।

তবে এনুমারেশন ফর্ম জমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন আগামী ৯ ডিসেম্বর একটি খসড়া তালিকা প্রকাশ করবে। আর সেই তালিকায় নিজেদের নাম মিলিয়ে দেখতে পারবেন। অনলাইনে সহজেই আপনি এই তালিকা দেখে নিতে পারবেন। এমনকি নাম না থাকলে কিছু জরুরী কাগজ জমা করে নাম তুলতে হবে। এরপর ফাইনাল লিস্ট তৈরি করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি। সেই তালিকায় সমস্ত যোগ্য ভোটারদের নাম থাকবে।

আরও পড়ুনঃ ভোটার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে হবে না ফর্ম পূরণ! জানাল কমিশন

ফাইনাল লিস্টে নাম না থাকলে কী হবে?

তবে যদি কোনও কারণে আপনার ফাইনাল লিস্টে নাম না থাকে, তাহলে চিন্তার কারণ নেই। সামান্য কাজ করলেই আবারও ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন। অনলাইনে কিংবা সরাসরি বিএলও’র সঙ্গে কথা বলে এই কাজ আবারও করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে ঠিকানার প্রমাণ দেখাতে হবে। আর সাধারণ ভোটার তালিকায় নাম তুলতে গেলে যা হয়, এসআইআর-এর ক্ষেত্রেও তাই হবে। শুধুমাত্র প্রয়োজনীয় নথিপত্র থাকলেই হবে। চিন্তার কোনওরকম কারণ নেই।

Leave a Comment