প্রীতি পোদ্দার, কলকাতা: SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে যেন বিতর্কের ঝড় বইছে। কখনও কাজের চাপে BLO-র মৃত্যু, তো কখনও আবার ২০০২ এর তালিকায় নাম না থাকায় ভোটারের সুইসাইড, সব মিলিয়ে আতঙ্কের বেড়াজাল তৈরি হয়েছে। এমতাবস্থায় এক ABP আনন্দের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR In Bengal) আপাতত ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন। অর্থাৎ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম সম্পূর্ণ বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা।
SIR এ ১০ লক্ষ ভোটারের নাম বাদ!
বুথে বুথে বিএলও-রা এনুমারেশন ফর্ম সংগ্রহ করার সময় নজরে রেখেছে, কাদের কাদের ফর্ম পূরণ হয়েছে এবং কাদের ফর্ম পূরণ হয়নি। আর এই হিসেবের ভিত্তিতেই কমিশনের তরফে জানা গেল আপাতত রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এ ১০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর এই ১০ লক্ষের মধ্যে ৬.৫ লক্ষ মৃত ভোটার যেমন রয়েছে তেমনি আবার একাধিক নাম একাধিক জায়গায় রয়েছে, কিছু নাম স্থানান্তরিত হয়েছে আবার কিছু ভোটারও নিরুদ্দেশ রয়েছে। তবে সঠিক ভাবে মোট কত নাম বাদ পড়বে তা চলতি সপ্তাহের মধ্যে জানা যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
নাম বাদের ক্ষেত্রে এগিয়ে কে?
কমিশন সূত্রে খবর, ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। সেক্ষেত্রে আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল অর্থাৎ ২৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। যা সংখ্যায় খুবই অল্প। অন্যদিকে পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে ৪ কোটির বেশি। যদিও এখনও পর্যন্ত ওই কাজ চলছে। এদিকে আবার জানা গিয়েছে নাম বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর কলকাতা। তবে শেষ পর্যন্ত নাম বাদ পড়ার ক্ষেত্রে কোন এলাকা কতটা এগিয়ে থাকে সেটাই এখন দেখার।
কাজের নিরিখে এগিয়ে কোন কোন জেলা?
রাজ্যে SIR এর কর্মসূচি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে কাজের নিরিখে। পূর্ব বর্ধমানে ৬৬.৪৭ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৬.৪১ শতাংশ, মালদহে ৬৬.২৩ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬৫.৪৩ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে ৬৫.২৭ শতাংশ কাজ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মধ্যে সবচেয়ে ভাল কাজ হয়েছে উত্তর ২৪ পরগনার গোসাবায়। রাজ্যে এখনও পর্যন্ত ১২১ জন বিএলও। ইতিমধ্যেই ১০০ শতাংশ কাজ সেরে ফেলেছেন। যদিও এই সংখ্যাটা যে খুব শীঘ্রই বাড়তে চলেছে সেটা নিয়ে বেশ আশ্বস্ত কমিশন।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে বাংলায় আর বিনামূল্যে মিলবে না রেশন? বিশেষ অভিযান সরকারের!
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মত বিরোধ লেগেই রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। যদিও বিজেপি SIR-এর উপর বার বার জোর দিয়েছে। গত রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে। তাতে মৃত ভোটার, একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও। একই মত প্রেরণ করেছিল দলের বাকি সদস্যরাও। তবে এখনও পর্যন্ত কমিশন ‘অনুপ্রবেশকারী ভোটার’ প্রসঙ্গে কিছু জানায়নি। গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ CEO মনোজ আগরওয়াল বলেন, ‘‘আমরা ভোটারদের কাছে অনুরোধ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন। ৪ ডিসেম্বর শেষ দিন, তার কোনও পরিবর্তন হয়নি।’’