সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ ডিসেম্বর, মঙ্গলবার। SIR-এ মৃতদের অর্থসাহায্য, হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল, ২০০ বছর পর ডাণ্ডাক্রম পারায়ণম পাঠ, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) তারাপীঠে পুজো দিতে গিয়ে মারধর
তারাপীঠে পুজো শেষে আনন্দ কুমার সাহা এবং তাঁর পরিবার ছেলের জন্য ২০ টাকার আংটি কিনতে গিয়ে দোকানদারের চুরির অভিযোগের মুখে পড়েছেন। অভিযোগ নিয়ে তর্ক শুরু হলে দোকানদার এবং স্থানীয়রা ওই পরিবারকে মারধর করে এবং এক মহিলা পুণ্যার্থীর মাথা ফেটে রক্তাক্ত হয়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুই দোকানের কর্মচারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পড়ুন বিস্তারিত: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে ধুন্ধুমার! আংটি চুরির অপবাদে মারধর বিহারী পুণ্যার্থীদের
৯) পাকিস্তানের গোপন তথ্য ফাঁসের অভিযোগ, বেকসুর খালাস ব্রহ্মসের বিজ্ঞানী
ব্রহ্মস বিজ্ঞানী নিশান্ত আগরওয়াল, যিনি ২০১৮ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে ভারতের প্রতিরক্ষা সংস্থা সংক্রান্ত তথ্য শেয়ার করার অভিযোগের গ্রেপ্তার হয়েছিল, তাঁকে উচ্চ আদালত বেকসুর খালাস করল। ১৪ বছরের কারাদণ্ডের মধ্যে শুধুমাত্র সরকারি নথি ব্যক্তিগত ল্যাপটপে রাখার অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়ে গেছে। আর কোনও অভিযোগের প্রমাণ মেলেনি। হিসাব অনুযায়ী, তাঁর তিন বছরের জেল হওয়ার কথা। তবে ইতিমধ্যেই তিনি কারাবাসে তিন বছর কাটিয়েছেন। তাই এখন তিনি মুক্তি পাচ্ছেন।
পড়ুন বিস্তারিত: উঠেছিল পাকিস্তানে গোপন তথ্য ফাঁসের অভিযোগ! বেকসুর খালাস ব্রহ্মস বিজ্ঞানী
৮) মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল
কেন্দ্র সরকার এবার সমস্ত মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করল। Apple থেকে শুরু করে Samsung, Xiaomi, Vivo সহ সমস্ত মোবাইল নির্মাতাদের ৯০ দিনের মধ্যেই এই অ্যাপ ফোনে ইন্সটল করতে হবে। ইতিমধ্যেই বাজারে থাকা ফোনে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপটিকে পৌঁছে দেওয়া হবে বলে রিপোর্ট অনুযায়ী খবর। কেন্দ্র সরকারের এই অ্যাপটি হারানো বা চুরি হওয়া ফোন, সাইবার প্রতারণা রোধ, সন্দেহজনক কল বা মেসেজ রিপোর্ট করার কাজে লাগবে।
পড়ুন বিস্তারিত: সব মোবাইলে প্রি-ইনস্টল থাকবে সঞ্চার সাথী, নির্দেশ কেন্দ্রের! কী কাজ এই অ্যাপের?
৭) ১০০ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি পেল সোনালী খাতুন সহ ৬
বাংলাদেশের জেল থেকে ১০০ দিন পর জামিনে মুক্তি পেলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ মোট ৬ জন। দিল্লিতে বাংলাদেশী সন্দেহে আটক হওয়ার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেখানেই তাদেরকে জেলে আটকে রাখা হয়েছিল। সোনালীর বাবা-মা ২০০২ সালে ভারতীয় ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পাওয়ার কারণে তাদের নাগরিকত্ব দাবি আরও জোরালো হয়ে ওঠে। চাপাইনবাবগঞ্জ আদালত জামিন মঞ্জুর করার কারণে তারা মুক্তি পেয়েছে।
পড়ুন বিস্তারিত: ১০০ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি অন্তঃসত্ত্বা সোনালি-সহ ছ’জনের! কবে ফিরবে এদেশে?
৬) হবে ২৫ হাজার কর্মসংস্থান, তাজপুর সমুদ্র বন্দর নিয়ে টেন্ডার পশ্চিমবঙ্গ সরকারের
তাজপুর গভীর সমুদ্র বন্দর নির্মাণে পশ্চিমবঙ্গ সরকার এবার গ্লোবাল টেন্ডার ডাকল। ১৪ জনুয়ারি বৈঠকের পর ১ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। ২৫ হাজার কোটি টাকার এই প্রকল্পে মূলত ১০০০ একর জমি বরাদ্দ করা হবে এবং ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে নূনতম ৮০০০ কোটি টাকার বন্দর ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকা সংস্থাগুলি অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে। এতে শিল্পে অবকাঠামো উন্নত হবে। পাশাপাশি রাজ্যের বেকারত্ব অনেকটাই কমবে। তবে আদানি গোষ্ঠী এখানে অংশগ্রহণ করতে পারে।
পড়ুন বিস্তারিত: হবে বিপুল কর্মসংস্থান, তাজপুর সমুদ্র বন্দর নিয়ে টেন্ডার ডাকল রাজ্য সরকার!
৫) বন্ধ হল কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা
কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা বন্ধ হল। ইন্ডিয়াওয়ান এবার ঘোষণা করল যে, তারা ৩১ জানুয়ারি ২০২৬ থেকে এই রুটে উড়ান বন্ধ করবে। যদিও তাদের ইউডিএএন-এর আওতায় তিন বছরের চুক্তি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল। তবে পরিচালনাগত কারণে আগেই পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তারা। ২০২৩ সালে শুরু হওয়া নয় আসনের এই উড়ান খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করছিল এবং খুব কম খরচেই উত্তরবঙ্গে যাওয়া যাচ্ছিল। তবে এবার তা বন্ধ হল।
পড়ুন বিস্তারিত: বন্ধ হয়ে গেল কলকাতা-কোচবিহার বিমান, সস্তা ও কম সময়ে পৌঁছান যেত উত্তরবঙ্গে
৪) হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন
হাওড়া ডিভিশনের বর্ধমান-খানা শাখায় ২ থেকে ৮ ডিসেম্বর ল্যাডার শিফটিং ও ইন্টারলকিং কাজের কারণে পূর্ব রেল বহু ট্রেন বাতিল, সংক্ষিপ্ত চালানো এবং পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নিল। ৫ থেকে ৭ ডিসেম্বর বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি সহ বহু মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।
পড়ুন বিস্তারিত: হাওড়া ডিভিশনে ৪ দিন চলবে কাজ, বহু ট্রেন বাতিল করল পূর্ব রেল! দেখুন তালিকা
৩) ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৬১৬টি ৫০০ টাকা জাল নোট
নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ৫০০ টাকার ৬১৬টি জাল নোট উদ্ধার করেছে বিএসএফ, যার মূল্য দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার টাকা। সোমবার সকালবেলা ইছামতী নদীর ধারে সন্দেহভাজন বাংলাদেশী পাচারকারীরা ভারতীয় সহযোগীদের কিছু দেওয়ার চেষ্টা করছিল। আর বিএসএফ তা দেখে ফেলাতেই তারা পালায়। নদীর ধারে ফেলে রেখে যাওয়া ব্যাগ থেকেই এই জাল নোট উদ্ধার করা হয়। বিএসএফ নিশ্চিত করছে যে, সব নোটই নকল এবং এলাকায় আরও নজরদারি বাড়ানো হয়েছে।
পড়ুন বিস্তারিত: বাংলাদেশ থেকে এগিয়ে আসছিল ওরা, BSF ধাওয়া দিতেই পগারপার! উদ্ধার বিপুল জাল টাকা
২) ২০০ বছর পর ডাণ্ডাক্রম পারায়ণম পাঠ করল ১৯ বছরের যুবক
উত্তরপ্রদেশের বারাণসীতে মাত্র ১৯ বছরের দেবব্রত মাহেশ রেকে সফলভাবে অত্যন্ত জটিল এবং বিরল ডাণ্ডাক্রম পারায়ণম পাঠ সম্পন্ন করলেন। শুক্ল যজুর্বেদের এক কঠিন প্রক্রিয়া এটি, যা প্রায় ২০০ বছর পর শাস্ত্রসম্মত নিয়মে পাঠ করা হল। তাঁর গুরুশ্রেষ্ঠ পিতা এবং বৈদিক বিশেষজ্ঞ মহেশ চন্দ্রকান্ত রেকের কঠোর তত্ত্বাবধানেই এটি সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ২০০০ মন্ত্র টানা ৫০ দিনে পাঠ করেছেন তিনি। এর জন্য তাঁকে সোনার বালা এবং নগদ ১ লক্ষ টাকার বেশি পুরস্কার দেওয়া হয়েছে।
পড়ুন বিস্তারিত: ২০০ বছর পর সফলভাবে ডাণ্ডাক্রম পারায়ণম পাঠ করলেন ১৯ বছরের যুবক! কে এই মাহেশ রেকে?
১) এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্য সরকারের
রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত এবং আত্মঘাতী পরিবারের জন্য এবার আর্থিক সাহায্য ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এসআইআর-এর কারণে ৩৯ জন পরিবারের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আতঙ্ক বা অতিরিক্ত কাজের চাপের কারণে অসুস্থ হওয়া তিনজন বিএলও সহ মোট ১৩ জনকে ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এসআইআর জনিত কাজের চাপে চারজন বিএলও-এর মৃত্যুরও অভিযোগ উঠেছে। বিরোধিরা সেই দাবি নাকোচ করলেও সরকার সাহায্য দেবে।
পড়ুন বিস্তারিত: রাজ্যে SIR আতঙ্কে মৃত, আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর ..