SIR চলাকালীন BLO-দের হুমকি বরদাস্ত নয়! কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Supreme Court

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR কর্মসূচি। কিন্তু শুরু থেকেই সেই প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে শাসকদলের তরফ থেকে। অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছিল বিজেপি এবং নির্বাচন কমিশনকে। যদিও সেক্ষেত্রে চুপ থাকেনি কমিশন এবং বিজেপি। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে বুথ লেভেল অফিসার থেকে শুরু করে SIR-এর কাজে নিযুক্ত আধিকারিকদের ‘হুমকি’ দেওয়া নিয়ে বড় উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেওয়া হল কড়া নির্দেশ।

BLO-দের রাজনৈতিক চাপ নিয়ে কী বললেন বিচারপতি?

রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে SIR সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেছেন যে, “রাজ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা দিতে। তাই সিআরপিএফ চেয়ে আমরা চিঠিও লিখেছি। কিন্তু এখনও সেই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।” এক্ষেত্রে রাজনৈতিক চাপও আছে বলে দাবি করেছেন তিনি। এবার সেই বিষয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা শুনেছি কমিশনের চাপে বিএলও-রা আন্দোলন করছেন। সিইও অফিস ঘেরাও করা হয়েছে। এটা শুধু ডেস্ক জব নয়। তাঁদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। তাই এই কাজটা বেশি। তাঁরা চাপে আছেন।” এবং রাজনৈতিক হুমকি প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “BLO-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।”

বিএলও-র সংখ্যা বাড়ানোর নির্দেশ

পশ্চিমবঙ্গে BLO-র কাজ শুরু হওয়ার পর থেকে শাসকদলের অভিযোগ কাজের চাপে বেশ কয়েকজন বিএলও নাকি নিজেদের জীবন শেষ করে দিয়েছেন ৷ এই ধরনের ঘটনায় সরাসরি কমিশনকে দায়ী করা হয়েছিল৷ এবার সুপ্রিম কোর্টের শুনানিতে সেই প্রসঙ্গ উঠল ৷ কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন যে, কাজের চাপে বিএলও-রা নিজেদের শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন এমন কোনও পরিস্থিতি নেই ৷ কারণ তাঁদের ৬-৭ টি বাড়ির ৩০ থেকে ৩৫ জন ভোটারদের তথ্য সংগ্রহ করতে হচ্ছে।” তার জবাবে বিচারপতি বাগচী স্পষ্ট বলেন, ‘‘বিএলও-দের উপর যেন অতিরিক্ত চাপ না আসে। প্রয়োজনে বিএলও-র সংখ্যা বাড়ানো হোক।’’ এরপর কমিশন জানিয়েছে, বিএলও-দের নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা অবিলম্বে রাজ্যকে চিঠি দেবে।

আরও পড়ুন: IPL 2026 নিলামেও জায়গা হল না, কেরিয়ার শেষ হতে পারে KKR প্রাক্তনীর

প্রসঙ্গত, রাজ্যে SIR প্রক্রিয়ার মাঝে চারিদিকে যে এক অস্বস্তিকর অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে তাই নিয়ে বেশ উদ্বিগ্ন শীর্ষ আদালত। সেই কারণে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, কমিশনকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনও সমস্যায় পড়লে BLO-রা মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন বলেও নির্দেশ শীর্ষ আদালতের।

Leave a Comment