প্রীতি পোদ্দার, কলকাতা: সামনে ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তাই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার তাড়াতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। কিন্তু SIR প্রক্রিয়া শুরু হতেই রাজ্য জুড়ে ঘটে চলেছে একের পর এক কাণ্ড, কখনও শোনা যাচ্ছে তালিকায় নাম না থাকায় ভোটার সুইসাইড করছে তো কোথাও শোনা যাচ্ছে কাজের চাপে BLO সুইসাইড করছে। এমতাবস্থায় হুগলিতে (Hooghly) নির্বাচন কর্মী তথা বুথ লেভেল অফিসারকে চড় মারার অভিযোগ উঠল এক AERO-র বিরুদ্ধে। এবার সেই নিয়ে প্রতিবাদের ডাক দিল বিএলও অধিকার মঞ্চ।
ঠিক কী ঘটেছিল?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হুগলির চাঁপদানি বিধানসভার ১১১ নম্বর বুথের BLO লালু নিয়া ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ করছিলেন কিন্তু নজরে আসে, যে এখনও কয়েকজন ভোটার নিখোঁজ। সেই কারণে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তিনি নিখোঁজ ভোটারদের নামের তালিকা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন জায়গায় নিজের মোবাইল নম্বর দিয়ে পাবলিক নোটিশ আকারে ঝুলিয়ে দেন। আশা করেছিলেন এর মাধ্যমে খুঁজে না-পাওয়া ভোটাররা সেই পাবলিক নোটিশ দেখতে পাবেন এবং নোটিশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। কিন্তু সেই কাজেই এবার অসন্তুষ্ট হন কমিশনের আধিকারিক এবং শ্রীরামপুর মহকুমাশসকের দফতরে BLO-কে চড় মারেন।
আতঙ্কিত BLO
সূত্রের খবর, আক্রান্ত BLO লালু নিয়া আসলে বৈদ্যবাটি কল্পনা বসু বয়েজ অ্যাকাডেমি স্কুলে চাকরি করেন। কয়েকদিন আগে শ্রীরামপুর মহকুমাশাসক দফতরে বিএলও-দের নিয়ে একটি বৈঠক করা হয়েছিল ৷ সেখানেই চাঁপদানির বিএলওকে চড় মারেন AERO অভিজিৎ দাস। তারপর ওই বুথ লেভেল অফিসার বেশ আতঙ্কিত হয়ে পড়েন ৷ এমনকী তিনি অভিযোগ করতেও ভয় পাচ্ছেন এবং আরও যদি কোনও বিপদ ঘটে এমন আশঙ্কা করে করে কোনওভাবেই মুখই খুলছেন না লালু নিয়া। এছাড়াও এই ঘটনার পাশাপাশি আরও একটি খবর শোনা গিয়েছে যে, শ্রীরামপুরে আরও এক BLO-কে চুলের মুঠি ধরার অভিযোগ উঠেছিল। তাই এবার এই ঘটনার প্রতিবাদে বিএলও অধিকার রক্ষা কমিটি সোচ্চার হয়।
আরও পড়ুন: ‘কোভিড যদি আবার …!’ ফের হাইকোর্টের ক্ষোভের মুখে রাজ্য সরকার
ঘটনার প্রতিবাদে শিক্ষক নেতা তথা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য শুভেন্দু গড়াই বলেন, “কোনও একটা রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ৷ সেই কারণে ওই বিএলও-কে সবার সামনে সপাটে চড় মারা হয়েছে । আমরা এটা শুনে বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ওনার পাশে দাঁড়াতে এসেছি রাজ্য নেতৃত্বের নির্দেশে।” তাঁর আরও সংযোজন, “আক্রান্ত BLO-কে অফিসে ডেকে খুবই মানসিক চাপ দেওয়া হচ্ছে । ভয় দেখানো হচ্ছে ৷ বলা হচ্ছে, কাজ ঠিকমতো না-করতে পারলে ওনার বিরুদ্ধে এফআইআর করবে আমরা নির্বাচন কমিশনকে জানাব। প্রয়োজনে ঘেরাও অবস্থান হবে ।”