প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী বছর বাংলায় হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলগুলি। এদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে বাংলাভাষী এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে। এমনকি বাংলার ভিতর তালিকায় SIR-এর সময় তাঁদের নাম কেটে দেওয়া হবে কি না, তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন তিনি। এমতাবস্থায় ভোটার তালিকায় পরিযায়ী শ্রমিকদের নাম যাতে বাদ না পরে তার জন্য বড় পদক্ষেপ নিল কমিশন (Election Commission Of India)।
পরিযায়ী শ্রমিকদের জন্য বড় আপডেট
দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লক্ষ ছাড়িয়েছে। তাই ভিন রাজ্যে কর্মসূত্রে যাঁরা রয়েছেন, তাঁদের নাম যেন বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় না চলে যায়, আবার প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না পড়ে যায় এই দু’দিক মাথায় রেখেই বিভিন্ন জেলায় জেলায় কত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা তৈরি করতে বলল সিইও দফতর। জানা গিয়েছে রাজ্যের অন্তত ১০টি জেলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি, তাই সেক্ষেত্রে এসআইআর শুরু হলে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের সঙ্গে যোগাযোগ করার পদক্ষেপ নিতে চলেছে কমিশন।
QR কোড ব্যবহার করে যোগ হবে নাম
রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিভিশন বা SIR কার্যকরী হওয়ার পরেও কোনো পরিযায়ী শ্রমিক যদি তালিকা থেকে বাদ চলে যায় তাহলে প্রয়োজনে QR কোড ব্যবহার করে তাদের নাম তালিকায় তোলা হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। সিইও দফতরের স্পষ্ট নির্দেশ জেলাশাসকদের জেন তাঁরা বুথ ধরে ধরে পরিযায়ী শ্রমিকদের তথ্য নেয়। এবং অন্য রাজ্যে যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলে সেখানে নাম বাদ দিয়ে যদি সেই পরিযায়ী শ্রমিক এ রাজ্যে নাম তুলতে চায় তাহলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলেও জেলা শাসকদের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা যাচ্ছে, পুজোর পরেই অর্থাৎ অক্টোবর থেকেই শুরু হবে এই প্রক্রিয়া।
আরও পড়ুন: দ্বিগুণের থেকেও বেশি! ৭ বছর পর কলকাতায় সম্পত্তির সার্কেল রেট বাড়াল রাজ্য সরকার
চরম প্রস্তুতি বিজেপির
অন্যদিকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বেশ উত্তেজিত গেরুয়া শিবির। সেই মতো দলের কর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার BLI তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে BLI-দের। এর পাশাপাশি বিজেপির তরফে আরও বুথ লেবেল এজেন্ট বা BLO তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে।