SIR শুনানি ঘিরে ভয়ংকর তাণ্ডব চাকুলিয়ায়! আগুন ধরিয়ে দেওয়া হল বিডিও অফিসে

Chakulia

প্রীতি পোদ্দার, কলকাতা: SIR নিয়ে শুরু থেকেই একাধিক বিতর্ক হয়েই চলেছে। শাসকদল ক্রমাগত বিজেপি এবং নির্বাচন কমিশনারকে দোষারোপ করেই চলেছে। খসড়া তালিকা প্রকাশিত হলেও অনেকের নথিতে নানা ভুল তথ্য ধরা পড়েছে, যার জেরে শুরু হয়েছে SIR শুনানি। কিন্তু সেক্ষেত্রেও সাধারণ মানুষের ব্যাপক হয়রানির অভিযোগ উঠে আসছে। আর এই আবহে ঘটল আরেক বিপদ। শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া (Chakulia)। পুড়িয়ে দেওয়া হল বিডিও অফিস।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, আজ, বৃহস্পতিবার, পূর্ব ঘোষণা অনুযায়ী, উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে ছিল SIR এর শুনানি। যাদের কাছে নোটিস পাঠানো হয়েছিল, তারা সকলেই উপস্থিত হয়েছিল, কিন্তু আচমকাই খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় চাকুলিয়ায়। এসআইআরের শুনানিকে কেন্দ্র করে শুরু হয় তুমুল ঝামেলা। বাঁশ নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ। ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়ংকর পর্যায়ে পৌঁছয় যে ক্ষুব্ধ হয়ে একাংশ বিডিও অফিস জ্বালিয়ে দেয়। কাঠের আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে দাউদাউ করে বাঁশের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয় আগুন।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীত বিদায়ের দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

কাঁদানে গ্যাস ছাড়ল পুলিশ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভয়ংকর পরিস্থিতির জেরে ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে হাজির হয় পুলিশ। লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছু়ড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঝলসানো আগুনে এসআইআর-এর অনেক নথিও পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায়, দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “এসআইআরের আতঙ্কে যদি সবাই ভয় পেয়ে যায়, যদি সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়, তাহলে সব ভোটাররা রেগে যাবে, তখনই এই পরিস্থিতি তৈরি হবে।”

আরও পড়ুন: ভারতীয় ফুটবল দলের কোচ হলেন কোস্টারিকার বিশ্বকাপার

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার, মুর্শিদাবাদের ফরাক্কায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল। ভাঙচুর করার পাশাপাশি উল্টে ফেলা হয় গুরুত্বপূর্ণ সরকারি নথি। ঘটনার পর বিডিও অফিসে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ এদিন থমকে যায়। এরপর একসঙ্গে সমস্ত বিএলও-র গণইস্তফা দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। তবে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলও-দের কাজ করতে না চেয়ে দেওয়া গণ ইস্তফাপত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি। তবে এদিন চাকুলিয়ায় যা ঘটল তা নজিরবিহীন।

Leave a Comment