SSC-র ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের বিরাট সুখবর শোনাল হাইকোর্ট

Calcutta High Court on SSC

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা এখনও কাটেনি। তবে সেই নিয়োগে ওয়েটিং লিস্টে থাকার পরেও বয়স অতিক্রমের যুক্তিতে ইন্টারভিউতে ডাক না পাওয়া যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য এবার আসলো বিরাট স্বস্তির খবর। কলকাতা হাইকোর্ট এবার এসএসসি-কে মামলাকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিল (Calcutta High Court on SSC)। বিচারপতি অমৃত সিনহা শুক্রবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর সেই নম্বর মুখ বন্ধ খামে কমিশনকে গিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিন মামলাকারী প্রার্থীদের আইনজীবী আদালতে বলেছিলেন যে, প্রার্থীরা ফর্ম পূরণ করেছিলেন, এমনকি পরীক্ষাতেও বসেছিলেন। নথিপত্র যাচাই করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তাদের জানানো হয় যে, বয়স সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে তাঁরা ইন্টারভিউতে ডাক পাবেন না। আইনজীবী দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীরা বয়সের ছাড় পাবে। তবে সেক্ষেত্রে তা দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই মামলা দায়ের করতে হয়েছে।

আরও পড়ুন: ১৫ ডিসেম্বর ডেডলাইন! অগ্রিম কর শোধ না করলেই গুনতে হবে জরিমানা

হাইকোর্ট কী বলল?

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র মামলাকারী ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরকে ইন্টারভিউ নিতে হবে। আর ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে গিয়ে জমা দিতে হবে। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে কিনা তা আদালতে জানাতে হবে এসএসসি-কে। বলাবাহুল্য, গত বছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছিল। তার জেরে ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছিল। এরপর আদালতের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া চললেও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা ন্যায় বিচারের আশায় আদালতের দারস্থ হয়েছিল। তবে অবশেষে হাইকোর্টের নির্দেশ তাদের কাছে আশার আলো হতে পারে।

Leave a Comment