SSC-র নিয়োগবিধি নিয়ে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

প্রীতি পোদ্দার, কলকাতা: গত এপ্রিলে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল SSC। কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাই কোর্টে যান চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে।

এরপর নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। আজ সেই মামলার শুনানি হলে মামলাকারীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি।

নিয়োগবিধি নিয়ে মন্তব্য বিচারপতির

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, SSC-র বিধিকে চ্যালেঞ্জ করে করা এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। কারণ আদালত নির্দেশে কোথাও বলেনি যে পুরনো বিধি অনুযায়ীই স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে নিয়োগবিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে। এদিন বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “দাগি অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন। যোগ্যরা বাড়তি সুযোগ পেলে ক্ষতি কী? তাঁদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে।”

মামলা প্রত্যাহারের আর্জি আইনজীবীর

শুধু তাই নয়, এদিন বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন যে, “আমরা কখনও বলিনি, রুলস ফ্রোজেন। তাই কমিশন চাইলে নিয়োগ পদ্ধতি নিয়ে নানা ব্যবস্থা নিতে পারে।” এদিকে বিচারপতির মামলার গ্রহণযোগ্যতা নেই শোনার পর মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আবেদন প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান।

কিন্তু আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আবেদন প্রত্যাহারের কথা শোনা মাত্রই বিচারপতি অসন্তুষ্ট হন। এবং রেগে গিয়ে বিচারপতি জানান, “মামলা প্রত্যাহার করা হবে না। তা খারিজ করা হচ্ছে।”

আরও পড়ুন: জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রিকগনিশন প্রযুক্তি, উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

এছাড়াও বিচারপতি সঞ্জয় কুমার আরও জানিয়েছেন যে, “ যেহেতু এই মামলাটির শুনানি এতক্ষণ চলছে তাই আমরা এই মামলা প্রত‍্যাহার করার অনুমতি দিতে পারব না। সর্বোচ্চ আদালত ভাগ‍্য পরীক্ষার জায়গা হতে পারে না। সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা? তাই কোথাও একটা গিয়ে এটা থামা দরকার। তাই এই মামলা খারিজ করা হল। ”

Leave a Comment