SSC-র সব মামলা এবার হাইকোর্টে! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: SSC-এর নিয়োগ সংক্রান্ত সব মামলা নিয়ে এবার বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে আজ অর্থাৎ বুধবার বিচারপতি সঞ্জয়কুমারের বেঞ্চ এদিন এসএসসি সংক্রান্ত ৪৬টি মামলার শুনানির পর এই নির্দেশ দেয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট যখন মামলাগুলি শুনছে, তখন আমরা সব আবেদনকারীদের বলব, আপনাদের সমস্ত অভিযোগের সুরাহার জন‍্য হাইকোর্টের দ্বারস্থ হোন। আর এই নির্দেশ শুনেই এবার রাতের ঘুম উড়ল চাকরিপ্রার্থীদের!

SSC সংক্রান্ত মামলা নিয়ে বড় আপডেট!

২০১৬ সালের প্যানেল বাতিলে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ায় নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই নিয়ম মেনে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালে যাঁদের চাকরি বাতিল হয়েছিল তাঁরা তো বটেই, পাশাপাশি নয়া চাকরিপ্রার্থীরাও বসেন পরীক্ষায়। স্কুল সার্ভিস কমিশন আগেই বলেছিল, অভিজ্ঞতার ভিত্তিতে পুরনোরা পাবেন দশ নম্বর অতিরিক্ত। কিন্তু সেই নিয়ম মানতে নারাজ নতুনেরা। আর এই তর্ক বিতর্কের মাঝে প্রকাশিত হয় একাদশ-দ্বাদশের ফলাফল। সেখানে দেখা যায় এই অতিরিক্ত ১০ নম্বরের জন্য অনেকেই ফুল নম্বর পেয়েও ভেরিফিকেশনের ডাক পাননি। আর তাতেই আন্দোলন শুরু হয়। শুধু তাই নয়, অতিরিক্ত দশ নম্বর বাতিল নিয়ে মামলাও করা হয় সুপ্রিম কোর্টে। তবে এবার সেই মামলা নিয়ে ধাক্কা খেল মামলাকারীরা। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস‍্যা শুনবে হাইকোর্ট।

SSC পরীক্ষা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ বুধবার, সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলা উঠেছিল। যেখানে বিচারকের সামনে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। এদিন শীর্ষ আদালতের বিচারক নতুন করে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন পরীক্ষা হয়েছে, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হল সেই প্রশ্ন উঠতেই চাপের মুখে পড়ে রাজ্য। বিচারক ক্ষোভের সুরে বলে, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে পুরোনোদের সঙ্গে নতুনদের সংযোগ করতে। কোর্ট শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা যাতে হয়। সেক্ষেত্রে রাজ‍্য যখন পুরনো-নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। তবে যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস‍্যায় যেন না পড়েন।”

আরও পড়ুন: আদালতে বড় আর্জি! জামিনের পরে আলাপ হয়েছে পার্থের সঙ্গে? যা জানালেন অর্পিতা

নিয়োগ সংক্রান্ত মামলা এবার হবে হাইকোর্ট

সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টে নতুন প্রার্থীদের দায়ের করা অতিরিক্ত দশ নম্বর বাতিল সংক্রান্ত মামলা উঠতেই দুই পক্ষের মধ্যে নানা মন্তব্য শোনা হয়, আর ঠিক তখনই সুপ্রিম কোর্ট বড় সিদ্ধান্ত নেয়। মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস‍্যা এবার থেকে শুনবে কলকাতা হাইকোর্ট। প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাঁদের সম‍স‍্যা জানাতে পারবেন। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট এদিন আরও জানায় যে, এসএসসিকে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সম্পূর্ণ তথ‍্যসহ। এদিন আইনজীবীরা বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার জন‍্য প্রশ্ন করা হলে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে এই বিষয়ের দায়ভার হাইকোর্ট নেবে।

Leave a Comment