SSK, MSK-র পর এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার! ফাইল চাইল নবান্ন

Teacher’s Salary Hike Nabanna

সহেলি মিত্র, কলকাতা: সুখবরের পর সুখবর। শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি (Teacher’s Salary Hike) পেয়েছে সম্প্রতি। সরকারের এহেন সিদ্ধান্তে এমনিতেই শিক্ষক মহলে খুশির আবহাওয়া বইছে। স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। যাইহোক, এরই মাঝে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ভোটের আগে বেতন বাড়ছে স্কুলের প্রধান শিক্ষকদের?

চলতি বছরেই রয়েছে রাজ্য বিধানসভা ভোট। এহেন পরিস্থিতিতে এবার একলাফে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের বেতন ৩% বৃদ্ধির তোড়জোড় শুরু করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর বলে খবর। জানা গিয়েছে, অতিরিক্ত এই ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের একবার এই বেতন বৃদ্ধি হতে চলেছে বলে খবর।

আরও পড়ুনঃ হর্ষণ যোগে লটারিতে কোটিপতি হবে ৩ রাশি! আজকের রাশিফল, ১৭ জানুয়ারি

গোটা ঘটনার জানতে ফিরে যেতে হবে বাম আমলেম সূত্রে খবর, রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন। মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে। সেই বিধির পরিবর্তন করা হয় ২০০৯ সালে। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য একটি করেই ইনক্রিমেন্টের কথা জানানো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের জন্য ২০০ টাকা করে অতিরিক্ত পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুনঃ কাঁপাবে উত্তুরে হাওয়া, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

মামলা চলছিল আদালতে

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়েছে হাই কোর্টে। ব্যক্তিগত মামলায় বেশ কয়েকজন প্রধানশিক্ষক দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলেও বিকাশ ভবন সূত্রের খবর। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘২০১৭ থেকেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের একটি অতিরিক্ত বেতন বৃদ্ধির দাবি করছিলাম আমরা। তাঁদের অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে নির্বাচনের আগে এই বেতন বৃদ্ধি হলে ভাল।’ কোন কোন প্রধান শিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন সেটার জন্য একটি তালিকা তৈরী করে আগামী ২০ জানুয়ারির মধ্যে স্কুল শিক্ষা দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment