সৌভিক মুখার্জী, কলকাতা: ফের প্রশ্নের মুখে কলকাতার সরকারি হাসপাতাল। এবারের ঘটনা এসএসকেম-এ (SSKM Hospital)। জানা যাচ্ছে, আরজি করের পর এবার যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে এই হাসপাতালে। অভিযোগ উঠছে, চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকেই যৌন হেনস্থা করা হয়েছে। এমনকি ওই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এমনকি তিনি এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী বলেই রিপোর্ট মারফৎ খবর।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের রেশ এখনও কাটেনি। এরপর সম্প্রতি দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে ঘটেছে ভয়াবহ গণধর্ষণের ঘটনা। তা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে ক্ষোভের আগুন। এরই মধ্যে আবার কলকাতার এসএসকেএম হাসপাতালে এরকম ঘটনা বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে। জানা যাচ্ছে, এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটের শৌচাগারে নিয়ে গিয়ে ওই ১৫ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। এমনকি ওই অভিযুক্তের নাম অমিত মল্লিক। ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
খবরটি সবে প্রকাশিত হয়েছে। বিস্তারিত আসছে…