SSS ইস্যুতে নয়া মোড়, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার মামলা সুপ্রিম কোর্টে

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতি যেন কিছুতেই থামছে না। স্কুল সার্ভিস কমিশনের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া (SSC Issue) নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিলেও তাতে সন্তুষ্ট নয় অনেক চাকরিপ্রার্থী। আর সে কারণে তারা এবার স্পেশাল লিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে। এদিকে শীর্ষ আদালতের মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে TV 9-র রিপোর্ট।

কী বলছে হাইকোর্টের রায়?

প্রসঙ্গত, এসএসসি’র পক্ষ থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, সরকার বা সরকার সাহায্য প্রাপ্ত স্কুলে যারা ইতিমধ্যে কাজ করেছেন, তাদেরকে 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দেওয়া হবে। এমনকি সঙ্গে তাদেরকে বয়সের ছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছিল।

তবে এই নিয়োগ বিধির বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ গতকাল এসএসসি’র যুক্তি মেনে এই অতিরিক্ত নম্বর এবং বয়সের ছাড় দেওয়ার বিষয়টিকে বৈধতা দিয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চের তরফে এক কড়া বার্তা দেওয়া হয় যে, 26 হাজার বাতিল চাকরিহারা মামলায় যাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভাবে অংশ নিতে পারবে না।

আরও পড়ুনঃ ফিচার্সে নজরকাড়া, দাম মধ্যবিত্তদের বাজেটে! আসছে Suzuki Jimny-র ফেসলিফ্ট ভার্সন

তবে এসএসসি’র নতুন নিয়ম অনুযায়ী, অভিজ্ঞদের অতিরিক্ত নম্বর এবং বয়সের ছাড় দেওয়া অনেক চাকরিপ্রার্থী মেনে নিতে পারেনি। তাদের যুক্তি, এতে প্রকৃতভাবে মেধা ভিত্তিক নিয়োগ করা হচ্ছে না, বরং এসএসসি পক্ষপাতিত্ব দেখাচ্ছে। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টের দারস্থ হয় তারা এবং স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। এখন আদালতের নজর থাকবে শীর্ষ আদালত ঠিক কী নির্দেশ দেয় সেদিকে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন গত 30 মে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। 16 জুন বিকেল 5টার সময় শুরু হয়েছিল অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং প্রথমবারের মতো আবেদনের শেষ তারিখ ছিল 14 জুলাই, যা পরে 21 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তবে তা নিয়েই চলছে বর্তমানে বিতর্ক।

Leave a Comment