বিক্রম ব্যানার্জী, কলকাতা: অধিনায়ক হিসেবে যা করা দরকার, তার 10 শতাংশও করতে পারছেন না টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের সেনাপতি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav In T20)! এমনটাই বলছে ভারতীয় তারকার সাম্প্রতিক পরিসংখ্যান। গতকাল আফ্রিকার বিরুদ্ধে অন্যান্য দিনের মতোই নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়েছিলেন সূর্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। প্রথম ম্যাচেও 12 রানের বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। কাজেই, 20 ওভারের বিশ্বকাপের প্রাক্কালে অধিনায়ক সূর্যর এমন দুর্দশা কি তাঁকে অধিনায়কের পদ খোয়াতে বাধ্য করবে? উঠছে প্রশ্ন।
বিশ্বকাপের আগে ব্যাট হাতে বেহাল দশা সূর্যকুমারের
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়ে ওয়ানডেতে একেবারে ঝাঁঝালো কামব্যাক করেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। দীর্ঘ সমালোচনাকে পেরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে পরপর দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেন বিরাট। রোহিতের ব্যাট থেকেও বড় ইনিংস উপহার পেয়েছে ভারত। এদিকে ভারতীয় টি-টোয়েন্টি দলে অধিনায়কের আসন ধরে রেখেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সূর্য। বিগত দিনগুলিতে যতবার টিম ইন্ডিয়ার হয়ে নেমেছেন একবারও বড় রানের পাহাড় খাড়া করতে পারেননি এই স্বদেশী।
চলতি টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ ছাড়াও যদি বিগত দিনগুলিতে চোখ রাখা যায় সেক্ষেত্রে, চলতি বছর এশিয়া কাপ জিতলেও সেই আসরেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার। জানিয়ে রাখি, এ বছর মোট 16টি টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন যাদব। তবে লজ্জার বিষয় এই গোটা যাত্রায় সূর্যের ব্যাট থেকে এসেছে মাত্র 196 রান। আরও অবাক হওয়ার মত বিষয়, এ বছর টি-টোয়েন্টিতে ব্যাট হাতে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। এবছর তাঁর সর্বোচ্চ রান ছিল 47।
অবশ্যই পড়ুন: ভারতের হারের কারণ, সেই কুইন্টন ডিকক-কে দলে ফিরিয়ে আনতে পারে KKR
একটা সময় যে সূর্যকুমারকে দেখে ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেতেন তরুণরা। যাঁর ব্যাটিং মুগ্ধ করত ভারতের কোটি কোটি ভক্তকে। সেই স্কাই আজকের দিনে দাঁড়িয়ে ক্রমশ নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়ে চলেছেন। ক্রিজে টিকে থেকে ভারতকে ম্যাচ জেতালেন সূর্যকুমার, এমন দৃশ্য সাম্প্রতিক ক্রিকেট দুনিয়ায় দেখা মেলেনি বহুদিন। সবমিলিয়ে, ব্যাট হাতে যেভাবে ক্রমাগত ব্যর্থ হয়ে আসছেন স্কাই, তাতে অনেকে ধরেই নিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়তো খোয়া যেতে পারে এই তারকা ক্রিকেটারের অধিনায়ক পদ। তবে এখানে প্রশ্ন থেকে যায়, সূর্যকে অধিনায়কের পদ থেকে সরালে কে হবেন বিকল্প মুখ? সবচেয়ে বড় কথা, যাঁর উপর ভরসা রাখা যায় সেই শুভমন গিল নিজেও চোট সমস্যা কাটিয়ে দলে ফিরে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। কাজেই আসন্ন বিশ্বকাপের আগে এই দুই তারকার পারফরমেন্স ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, সেটা বলাই যায়। অনেকেই এই গোটা পরিস্থিতিকে ভারতীয় দলের জন্য বিপদ হিসেবেই দেখ!