T20 বিশ্বকাপের পরই শুরু হচ্ছে IPL! ফাইনাল কবে? প্রকাশ্যে দিনক্ষণ

IPL 2026 opening and final date reveals before auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। এবছর আবুধাবিতে বসছে নিলামের আসর। আর তার আগেই জানা গেল IPL 2026 এর শুরু এবং শেষের তারিখ। তবে সম্ভাব্য দিনক্ষণ জানা গেলেও ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হবে তার কোনও স্পষ্ট তথ্য মেলেনি।

কবে থেকে শুরু হচ্ছে IPL 2026?

ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই। অর্থাৎ আগামী 8 মার্চ শেষ হয়ে যাবে 20 ওভারের বিশ্বকাপ। আর তারপর অর্থাৎ 26 মার্চ থেকে শুরু হবে আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। মাঠ থেকে একটানা মে মাস পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ফাইনাল হবে 31 মে। এক কথায়, দু মাসেরও বেশি সময় ধরে চলবে প্রতিযোগিতাটি।

কোথায় গড়াবে IPL এর উদ্বোধনী ম্যাচ?

দীর্ঘ 18 বছরের অপেক্ষা পেরিয়ে শেষ পর্যন্ত গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের এই দলের সাফল্যের পর নিয়ম অনুযায়ী আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, এই স্টেডিয়ামেই গড়াবে IPL 2026 এর উদ্বোধনী ম্যাচ।

সাধারণত, যে দল চ্যাম্পিয়ন হয় পরের বছর সেই দলের ঘরের মাঠে ম্যাচ দিয়েই শুরু হয় প্রতিযোগিতা। তবে গত বছর RCB চ্যাম্পিয়ন হওয়ার পর জয়ের উল্লাস চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রবল বিশৃংখলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 11 জনের। এরপর থেকে আর ওই স্টেডিয়ামে খেলা হয়নি। পরবর্তীতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কাজেই শেষ পর্যন্ত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ বেঙ্গালুরুর ঘরের মাঠে হবে কিনা তা নিয়ে আপাতত কিছুটা সমস্যায় রয়েছে। তবে সবটাই জানা যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বশেষ সিদ্ধান্তের পর।

অবশ্যই পড়ুন: দাম মাত্র ৩০ লাখ, IPL নিলামের আগেই গ্রিনের থেকেও ভাল অলরাউন্ডার খুঁজে পেল KKR!

উল্লেখ্য, আজ অর্থাৎ মঙ্গলবার ভারতীয় সময় দুপুর আড়াইটায় আবুধাবিতে শুরু হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। নিলামের প্রথম পর্ব শেষ হয়ে গেলে পরবর্তীতে অবিক্রিত খেলোয়াড়দের তালিকা দেবে দলগুলি। এরপর তাদের নিয়ে শুরু হবে নিলাম পর্ব। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে প্রাথমিকভাবে নিলামের জন্য 350 জনের তালিকা চূড়ান্ত হয়েছিল। তবে একেবারে শেষ মুহূর্তে এসে আরও 19 জন ঢুকে পড়ে ওই তালিকায়। যার জেরে এই মুহূর্তে নিলামে জায়গা পাওয়া প্লেয়ারদের সংখ্যাটা 369।

Leave a Comment