বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আসন্ন ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের দল ঘোষণা করে দিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার পেছনে পেছন এবার দল ঘোষণা করল নিউজিল্যান্ডও (New Zealand T20 World Cup Team)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিশ্বকাপ জিততে চোটে থাকা প্লেয়ারদের নিয়েই দল গড়েছে কিউই বোর্ড। জানা যায়, এখনও পুরোপুরি ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি পেসার লকি ফর্গুসন এবং ম্যাট হেনরি। তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে। এছাড়াও চোটে থাকা আরও তিন প্লেয়ারকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা দিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপ জিততে মরিয়া নিউজিল্যান্ড…
গত 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পতাকা গেড়েছিল ভারত। সেই আসরে সুযোগই পায়নি কিউইরা। তবে এবার 20 ওভারের বিশ্বকাপে পাথর ভাঙতে তৈরি নিউজিল্যান্ড দল। না বললেই নয়, লকি এবং ম্যাট হেনরি ছাড়াও চোট যন্ত্রণায় ভুগছেন এমন তিন খেলোয়াড়কেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে কিউই বোর্ড। সেই তালিকায় রয়েছেন, ফিন অ্যালেন, মার্ক চাপম্যান এবং অধিনায়ক মিচেল স্ট্যান্টনার। এই তিন খেলোয়াড় যথাক্রমে আঙুল বা হ্যামস্ট্রিং চোট, গোড়ালির চোট এবং অ্যাডাক্টরের চোটে জড়িয়ে।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল যেন ছুটন্ত ঘোড়া, এবার কিকস্টার্টকেও ৫-০ গোলে হারাল লাল হলুদ
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিশ্বকাপের দলে চোট আঘাতে জর্জরিত যেসব খেলোয়াড়রা, জায়গা পেয়েছেন তারা প্রত্যেকেই মাঠে ফেরার অপেক্ষায়। সেই মতোই চলছে ফিট হয়ে ওঠার প্রক্রিয়া। নিউজিল্যান্ড ক্রিকেট ওই বিবৃতিতে এ-ও বলেছে, বিশ্বকাপের দলে জায়গা হওয়া ফর্গুসন এবং ম্যাট হেনরির স্ত্রী বিশ্বকাপ চলাকালীন সন্তানের জন্ম দিতে পারেন। সে কারণে তারা বিশ্বকাপের মাঝেই স্বল্পকালীন ছুটি পাবেন।
5 চোটগ্রস্ত খেলোয়াড় ছাড়াও নিউজিল্যান্ডের বিশ্বকাপের দলে রয়েছেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস সহ একাধিক পরিচিত মুখ। সবচেয়ে বড় কথা প্রথমবারের মতো নিউজিল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন জ্যাকব ডাফি। মিডিল অর্ডার সামলানোর দায়িত্বে রয়েছেন টিম সেইফার্টও, ফিন অ্যালেনরা।
অবশ্যই পড়ুন: “বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে, নয়তো কঠিন শাস্তি!” বাংলাদেশকে জানাল ICC
এক নজরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।
রিজার্ভ দলে: কাইল জেমিসন।
Yo, check out 9fgame! Been playing there for a bit now and it’s pretty solid. Good selection of games and the payouts are decent. Definitely worth a look if you’re looking for something new. Hit them up at 9fgame!