সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি টাটা মোটরস ভারতীয় বাজারে নিয়ে এসেছে নতুন SUV Tata Sierra। লঞ্চের পর থেকে গাড়িটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। Sierra বাজারে নামতেই এবার সরাসরি জনপ্রিয় SUV Hyundai Creta-র সঙ্গে প্রতিযোগিতা (Tata Sierra vs Hyundai Creta) শুরু করেছে। অনেকে এবার এই নতুন SUV কেনার প্ল্যান করছে। তবে কোনটি নিজের জন্য ভালো এ নিয়ে চিন্তায় পড়ছে। আজকের প্রতিবেদনে জানাবো এই দুটি SUV-র দাম, সাইজ এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
দামের দিক থেকে কোনটি সস্তা?
আমরা যদি প্রথমে Tata Sierra নিয়ে কথা বলি, তাহলে এই গাড়িটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 11.41 লক্ষ টাকা থেকে। তবে কোম্পানি এটিকে ইন্ট্রোডাক্টরি প্রাইস বলছে। অর্থাৎ, ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে। অন্যদিকে Hyundai Creta-র দাম তুলনামূলকভাবে একটু কম। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.73 লক্ষ টাকা থেকে। আর টপ মডেলের দাম দাঁড়ায় 20.20 লক্ষ টাকা। তাই দামের দিক থেকে Creta সস্তা।
সাইজের দিক থেকে কোনটি বড়?
SUV কেনার ক্ষেত্রে সাইজ আর কেবিনের স্পেস অনেকের কাছেই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে Tata Sierra এবার Creta-কে ছাপিয়ে গেছে। কারণ, Tata Sierra গাড়িটি লম্বা 4340 mm, চওড়া 1841 mm, উচ্চতা 1715 mm, হুইলবেস 2730 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 mm। এদিকে Hyundai Creta গাড়িটি 4330 mm লম্বা, 1790 mm চওড়া, হুইলবেস 2610 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 mm। ফলত, সাইজের দিক থেকে Tata Sierra বড়।
ফিচারে কোন গাড়িটি এগিয়ে?
Tata Sierra গাড়ির ভিতর রয়েছে ট্রিপল স্ক্রিন ইনফোটেইনমেন্ট সেটআপ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্রিমিয়াম সফট টাচ ইন্টেরিয়র, প্যানোরামিক সানরুফ, LED হেডলাইট ও টেইললাইট, মুড লাইটিং, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, নতুন ডিজাইন করা ফ্রন্ট ও রিয়ার লুকের মতো সব ফিচার।
আরও পড়ুনঃ জেলের মধ্যে খুন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী? ছড়িয়ে পড়ল ইমরান খানের মৃত্যুর খবর
অন্যদিকে Hyundai Creta গাড়িতে রয়েছে স্প্লিট LED হেডল্যাম্প সেটআপ, বড় ক্যাসকেডিং গ্রিল, স্পোর্টি অ্যালয় হুইলস, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.25 ইঞ্চির ডিজিটাল ক্লাস্টার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, প্রিমিয়াম অডিও সিস্টেমের, 6টি এয়ারব্যাগের মতো ফিচার্স। তাই বলতে গেলে ফিচারের ক্ষেত্রে Hyundai Creta কিছু কিছু অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা দিচ্ছে। বিশেষ করে সাউন্ড সিস্টেম, কানেক্টিভিটি ও টেকনোলজিতে।
তাই যারা কম দামে প্রিমিয়াম ফিচারের গাড়ি কিনতে চান তারা Hyundai Creta গাড়িটিকে বেছে নিতে পারেন। কিন্তু বেশি স্পেস, বড় সাইজ আর নতুন ডিজাইন চাইলে Tata Sierra হতে পারে দারুণ বিকল্প।