বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিষ্ঠা দিবস তো কী? পরীক্ষা ওই দিনই হবে। কার্যত এমন দাবিতেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা স্থগিত করতে অস্বীকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যা নিয়ে বিতর্কের পারদ তুঙ্গে উঠেছে। আর ঠিক সেই আবহে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত পথ বেছে নিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়।
জানা যাচ্ছে, আগামী 28 সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরিবহন সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখে স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা বাতিল করল ওই বিশ্ববিদ্যালয়টি। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বাতিল হয়ে যাওয়া পরীক্ষা 28 আগস্টের বদলে আগামী 30 আগস্ট অর্থাৎ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার তাতেও বেঁধেছে রাজনৈতিক বিতর্ক।
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা
28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা বাতিল করে দেওয়ায় এবার বঙ্গ বিজেপির কাঠগড়ায় উঠেছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। গেরুয়া শিবিরের একাংশের দাবি, শাসকদলের ছাত্র সংগঠনের তালে তাল মিলিয়ে তাদের সুবিধা পাইয়ে দিতেই ওইদিন পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যদিও বিজেপির এমন দাবি উড়িয়েছে তৃণমূল ঘেঁষা ছাত্ররা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার কারণেই পরীক্ষার দিন বদল করা হয়েছে। কেউ কেউ বলছেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন রাস্তায় যানজট এমনকি পরিবহন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ওই দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ছাত্রদের অনুরোধ মেনে এবং পরিবহন সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে গোটা বিষয় পরিষ্কার করে দেওয়া হলেও সেই দাবি মানতে নারাজ বিজেপি।
অবশ্যই পড়ুন: জলপথে ভারতে ঢোকার চেষ্টা! গুজরাতে ১৫ জন পাকিস্তানিকে পাকড়াও করল BSF
প্রসঙ্গত, অন্যান্য বছরের মতো চলতি বছরের 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ধর্মতলার মেয়ো রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এদিনই বিকম সেমিস্টার ফোর ও বিয়ে সেমিস্টার ফোরের পরীক্ষা রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আপাতত যা খবর, দুপুর দুটো থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত চলবে সেই পরীক্ষা্।