সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। অসমে আইইডি বিস্ফোরণ, SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থা, যুবতীর মৃতদেহ উদ্ধার, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) জ্যান্ত যুবককে পুড়িয়ে মারার চেষ্টা তৃণমূল কাউন্সিলরের
যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে। হ্যাঁ, যুবকের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তৃণমূল কাউন্সিলরের এক ঘনিষ্ঠ অনুগামী, যার নাম সুশান্ত দাস। জানা যাচ্ছে, তিনি এবং তার সহযোগীরা জোর করে ওই যুবককে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। মূলত বুধবার কালী মায়ের প্রতিমা নিরঞ্জন করে তারকনাথ কলোনি এলাকায় দাঁড়িয়ে ছিল সে। আর সে সময়ই এই ঘটনা ঘটান অভিযুক্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) অসমের রেল ট্র্যাকে ভয়াবহ আইইডি বিস্ফোরণ
অসমের রেল ট্র্যাকে আইইডি বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড় রেললাইনে। বুধবার গভীর রাতেই ঘটে এই ঘটনা। এমনকি কোকরাঝাড় এবং শালাকাটি স্টেশনের মাঝের এই বিস্ফোরণের প্রায় ৩ ফুট রেললাইন উড়ে বেরিয়ে যায়। ফলে কিছুক্ষণের জন্য রেল পরিষেবা বন্ধ থাকে। আর এতে যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে ট্রেন লাইনচ্যুত হয়নি এবং কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর। পুলিশ প্রশাসন এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবারও রেল লাইন মেরামত করার পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) তৃণমূল নেতা দ্বারা ৩৫০ কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারি, তোপ শুভেন্দুর
তৃণমূল নেতাদের দ্বারায় ৩৫০ কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারি। এবার তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, তাহসিন নামে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শাখার সহ-সভাপতি শাকিল আহমেদ আসানসোলের ৩০০০ নিরীহ পরিবারকে এভাবে লুট করে আসছে। তিন বছর ধরেই চলছে এই চক্রান্ত। এমনকি তারা ৩৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। মূলত তারা ১৪% মাসিক রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে হঠাৎ করেই ১৫ অক্টোবর তারা উধাও হয়ে যায়। সেজন্যই শুভেন্দুর এই দাবি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের কিশোরীকে যৌন হেনস্থা
এবার এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের কিশোরীকে যৌন হেনস্থা। তাও এনআরএস এর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, বুধবার দুপুরবেলা ওই নাবালিকা এসএসকেএম হাসপাতালে ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিল। আর তার পরিবারের সদস্যরা যখন টিকিট কাটার কাজে ব্যস্ত ছিল, তখনই ওই নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে অভিযুক্ত অমিত মল্লিক। বর্তমানে তিনি এনআরএস হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত। আর সেই সূত্রে তার নিয়মিত হাসপাতালে যাতায়াত ছিল। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) পুলিশের এনকাউন্টারের খতম ‘সিগমা অ্যান্ড কোং’ এর চার গ্যাংস্টার
গোটা দেশে চালিয়ে বেড়াতে চক্রান্ত। অবশেষে পুলিশের এনকাউন্টারের নিকেশ হল ‘সিগমা অ্যান্ড কোং’ এর চার গ্যাংস্টার। জানা যাচ্ছে, তারা মূলত বিহার পুলিশের রাতের ঘুম ওড়ানো চার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল। তাদের মধ্যে মাথা ছিল রঞ্জন পাঠক, যার বয়স ২৫। এছাড়া বিমলেস মাহাতো, মনিশ পাঠক এবং আমন ঠাকুর নামে তিনজন ছিল। পুলিশের কাছে আগাম খবর ছিল। আর বিহার ভোটের আগে একাধিক অপরাধমূলক কাজবাজ করে বেরিয়েছিল ওই ক্রিমিনালরা। সেজন্যই ফাঁদ পেতে দিল্লির বাহাদুর শাহ মার্কেট ডক্টর আম্বেদকর চক ও পাঞ্চোলি চকের মাঝে তাদেরকে এনকাউন্টার করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব
বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে তেজস্বী যাদবের নাম। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পাটনার হোটেল মৌর্যে মহাজোট একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন। আর সেখানে মঞ্চে শুধুমাত্র তেজস্বী যাদবের ছবি রাখা হয়, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তেজস্বী যাদবকে আজ মহা জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। এমনকি এই সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মহাজোটের কোন দলগুলি কতটি আসন প্রতিযোগিতা করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ভাইফোঁটার সকালে আমহার্স্ট এলাকার প্রিন্টিং প্রেসে আগুন
ভাইফোঁটার দিন সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। কার্যত পুড়ে ছারখার হয়ে গেল আমহার্স্ট এলাকার একটি প্রিন্টিং প্রেস। জানা যাচ্ছে, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন নেমে আগুন নেভানোর কাজ করেছে। মূলত শর্ট সার্কিট থেকেই ওই আগুনের সূত্রপাত, এমনটাই দাবি করছে স্থানীয়রা। কারণ আজ সকালে হঠাৎ করে ওই প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন। পরে দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা বিলম্ব ঘটে আগুন নেভানোর কাজে। তবে সেরকম কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মাইক না বাজানোয় সোনারপুরের যুবককে কুপিয়ে খুন প্রতিবেশীর
উচ্চস্বরে মাইক বাজানোর জন্য চাপ। দাবি না মানার কারণে সোনারপুরের যুবককে কুপিয়ে খুন করল প্রতিবেশী। জানা যাচ্ছে, সনাতন নস্কর নামের এক ব্যক্তির বাড়িতে কালী পূজা হচ্ছিল। আর সে কারণে তিনি বক্স বাজাচ্ছিল। তবে তার বাড়ির পাশে হার্টের অসুখের রোগী থাকতো। ফলে উচ্চস্বরে বক্স বাজানোর জেরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সে কারণেই তিনি বক্স খুলে বাড়িতে নিয়ে আসেন। তবে সে সময় স্থানীয় বাসিন্দা পিন্টু সাহা এবং তার স্ত্রী তাদের বাড়িতে গিয়ে বক্স বাজানোর জন্য চাপ দেন। কিন্তু সনাতন রাজি না হওয়ায় তার উপর পিন্টু ছুরি দিয়ে আঘাত করে। জখম হয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার ভারতের
বিরাট, গিলের ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ থেকে বাদ পড়ল ভারত। নির্ধারিত ওভারের অনেক আগেই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে ফেলল অস্ট্রেলিয়া। কারণ আজ ধাক্কা খেয়ে ম্যাচ শুরু করেছিল টিম ইন্ডিয়া। প্রথমেই আজ শুভমন গিলের উইকেট হারায় ভারত, তারপর বিরাটের আউট হওয়া, এমনকি মিডিল অর্ডারের ব্যর্থতা দিয়ে ভারত মোট ২৬৪ রান করেছিল। তবে জবাবে ২৬৫ রানের লক্ষ্য তারা করতে নেমে প্রায় চার ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে নেয় অস্ট্রেলিয়া। আর এ কারণেই সিরিজ হাতছাড়া হল টিম ইন্ডিয়ার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ভাইফোঁটার সকালে শ্রীরামপুর থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার
বিয়ের জন্য লজ, ক্যাটারিং সবকিছুই বুক হয়ে গিয়েছিল। তবে ভাইফোঁটার সকালেই শ্রীরামপুর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল। জানা যাচ্ছে, চন্দননগর বউবাজার এলাকার ওই বাসিন্দার নাম মনামী ঘোষ, যার বয়স ২৫ বছর। তিনি বাগবাজারে একটি সোনার দোকানে কাজ করতেন। তবে কর্মক্ষেত্রে হেনস্তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণে মঙ্গলবার নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ। তবে দু’দিন কোনও খোঁজ মেলেনি। আজ অবশেষে শ্রীরামপুর থেকে মিলেছে তাঁর নিথর দেহ। সবথেকে বড় ব্যাপার, তিনি একটি চিঠিও লিখে গিয়েছিল মৃত্যুর আগে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন